Asian Games: এয়ারপোর্টে ঘুমাতে হয়েছে, পার্কে রিকভারি সেশন- এশিয়াডের নক-আউটে উঠে সুনীলদের কুর্নিশ স্টিম্যাচের


চিনের বিরুদ্ধে লজ্জার হারের পর বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় ভারতীয় ফুটবল দল। দীর্ঘ যাত্রার পর কোনও রকম অনুশীলন ছাড়াই চিনের বিরুদ্ধে খেলতে নামে ভারত। ফলে সেই ম্যাচ হারলেও সুনীলদের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করে সব মহল। চিনের বরুদ্ধে হারলেও বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে মায়ানমারের বিরুদ্ধে নামে সুনীল ছেত্রীর দল। মায়ানমারের বিরুদ্ধে সুনীলের গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ ড্র করে ভারত।

মায়ানমারের বিরুদ্ধে ড্র করলেও সেই ম্যাচে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতীয় দল নক আউট পর্বে জায়গা করে নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। কারণ চিনের বিরুদ্ধে ম্যাচের আগের দিন বিমানবন্দরে ঘুমোতে হয়েছে ভারতীয় দলকে। কোনও রকম প্রস্তুতি ছাড়াই খেলতে নামে। সেখান থেকে দাঁড়িয়ে নকআউটে জায়গা করে নেওয়া গর্বিত করেছে ভারতকে।

রাউন্ড ১৬-তে জায়গা করে নেওয়ার পর ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ সুনীলদের প্রশংসা করেন। তিনি জানান, ‘আমি জানি, চিনের বিরুদ্ধে নামার আগে আমাদের কী পরস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। বিমানবন্দরে রাত কাটাতে হয়েছে আমাদের। ছেলেরা ঠিক করে ঘুমোতে এবং বিশ্রাম নিতে পারেনি। কোনও রকম প্রস্তুতি ছাড়াই ম্যাচে নামতে হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই ছেলেদের। দেশের জন্য যা করেছে, তা সত্যি অকল্পনীয়। নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য যা যা করা দরকার তাই করেছে। আগামীতে আরও বড় ম্যাচে নামতে হবে। সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’

শুধু স্টিম্যাচ একা নন, দলের পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়কও। ম্যাচ শেষে সুনীল বলেন, ‘প্রথমত আমরা এখানে আসার পর সেই ভাবে প্রস্তুতি নিতে পারিনি। বিপক্ষ দল কেমন তাও আমাদের কোনও আন্দাজ ছিল না। কিন্তু আমাদের মাথায় ছিল, আমাদের জিততেই হবে। সেই টার্গেট নিয়েই আমরা খেলতে নামি। আমাদের দলের ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। পাঁচ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা মোটেই সহজ ছিল না। কিন্তু তাও আমরা এখনও পর্যন্ত যা অবিজ্ঞতা অর্জন করতে পেরেছি, তা আগামীতে কাজে লাগবে। সামনে গুরুত্বপূর্ণ পর্ব। ফলে আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে। আমাদের ছেলেরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে। কোচও আমাদের কথা বলছে। কোথায় সমস্যা হচ্ছে তার সমাধান করছে।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*