মেসি ছাড়াই আর্জেন্টিনা জিতলো উরুগুয়ের বিপক্ষে

আজকের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে 10 জিতে যায় আর্জেন্টিনা। যেখানে হাফটাইমের আগেই প্রথম 7 মিনিটের মাথায় গোল দেয় অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সেটি দুর্দান্ত গোল বলা যেতে পারে এক কথায়।

 

  • খেলা শেষে আর্জেন্টিনা 1-0 উরুগুয়ে

 

  • 77 মিনিটের মাথায় আবারো মেসিকে মাঠের ফেরালো  লো সেলসো পরিবর্তে
  • 55 মিনিটের মাথায় পাপ্পু গমেয কে মাঠে নামানো হয় লাওতার মারত্নেয  পরিবর্তে
  • 51 মিনিটের মাথায় এঞ্জেল কোরেয়া কে মাঠে নামানো হয় অ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবর্তে
  • 46 মিনিটের মাথায় জাকুইন করিয়া কে মাঠে নামানো হয় পাউলো ডিবালা পরিবর্তে
  • আজ মেসির ছাড়াই প্রথম একাদশে নেমেছেআর্জেন্টিনা
  • 7 মিনিটের মাথায় প্রথম গোল দেয় আর্জেন্টিনা. প্রথম গোল দেয় অ্যাঞ্জেল ডি মারিয়া এবং অ্যাসিস্ট করেন পাওলো দিবালা।
  • Argentina vs Uruguay বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ এই ম্যাচটি শুরু হচ্ছে ভোর 5 টায়

Argentina vs Uruguay নভেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বের এটি প্রথম ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনা দলের জন্য। অন্যদিকে আর্জেন্টিনার আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয় তম স্থানে আছে এবং উরুগুয়ে ৬ স্থানে আছে। আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্টে জানান 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*