আর্জেন্টিনা বনাম ফ্রান্স লাইভ ফাইনাল

আর্জেন্টিনা বনাম ফ্রান্স লাইভ
  • আর্জেন্টিনা চ্যাম্পিয়ন 
  • আর্জেন্টিনা 3-3 ফ্রান্স ( 120 মিনিটের মাথায়) ”” লাইভ আপডেট
    • খেলা শেষে টাইব্রেকার (আর্জেন্টিনা 4-2 ফ্রান্স)
    • 117 মিনিটের মাথায় পেনাল্টিতে আবার গোল দেবে এমবাপে
    • 109 মিনিটের মাথায় মেসি গোল দিল
    • 30 মিনিট অতিরিক্ত সময় দিল
    • 82মিনিটের মাথায় আবারো গোল দিল এমবাপে (আর্জেন্টিনা 2-2 ফ্রান্স)
    • 80 মিনিটের মাথায় পেনাল্টিতে গোল দিল এমবাপে
    • 64 মিনিটের মাথায় ডি মারিয়ার পরিবর্তে আকুনা আনল মাঠে
    • 54 মিনিটের মাথায় ফ্রান্সের রাবিয়োট হলুদ কার্ড দেখানো হলো 
    • দ্বিতীয় হাফের খেলা শুরু হলো
    •  45+5 মিনিটের মাথায় হলুদ কার্ড দেখালো এনজিও ফার্নান্দেজকে
    •  36 মিনিটের মাথায় ডিমারিয়া গোল দিল (আর্জেন্টিনা 2-0 ফ্রান্স)
    • 22 মিনিটের মাথায় পেনাল্টিতে গোল দিল মেসি (আর্জেন্টিনা 1-0 ফ্রান্স)
    • 19 মিনিটের মাথায় ফ্রী কিক পেল  ফ্রান্স হেড দিয়েছিল কিন্তু বলবার এর উপর দিয়ে যায়
    • 17 মিনিটের মাথায় ডি মারিয়ার শর্ট মারলো কিন্তু গোলবারের উপর দিয়ে গেল
    • 14 মিনিটের মাথায় ডিমারিয়া অফসাইড হয়ে যায় ফাঁকা গোল এর সামনে
    • 12 মিনিটের মাথায় গোল হয়ে যাচ্ছিল কিন্তু হ্যান্ডবল হয় আলভারেজ এর হাতে
    • ফ্রান্সের থেকেও আর্জেন্টিনা আক্রমণ বেশি করেছে ইতিমধ্যেই
    • 5 মিনিটের মাথায় দুর্দান্ত শর্ট মারলো আলভারেজ কিন্তু সেভ করে দিল গোলকিপার  
    • আর্জেন্টিনা বনাম ফ্রান্স লাইভ
      আর্জেন্টিনার একাদশ

      ফ্রান্সের একাদশ
  • আর্জেন্টিনা বনাম ফ্রান্স লাইভ ম্যাচ শুরু হচ্ছে 9টা থেকে 

 

আর্জেন্টিনা বনাম ফ্রান্স এই ম্যাচটি বাংলাদেশ সময় অনুসারে আজ রাত 9টা থেকে এবং ভারতের সময় অনুসারে আজ 8:30 থেকে শুরু হচ্ছে. Argentina vs France এই ম্যাচে কে জিতবে অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানান এখনই. যেখানে আপনাদেরকে জানিয়ে দেই আপতত ফ্রান্স এবং আর্জেন্টিনা এ দুটি দল কিন্তু বিশ্বকাপ মাতরো 2বার করে পেয়েছে এইবার বিশ্বকাপ যে পাবে সে কিন্তু 3 বার পেয়ে যাবে.

 

ভারতে দেখতে হলে অবশ্যই- sports 18 , viacom 18 টিভি চ্যানেলগুলোতে আপনারা লাইভ দেখতে পাবেন 

মোবাইলে দেখতে হলে- JIO CINEMA

বাংলাদেশ টিভি চ্যানেলে দেখতে হলে- T-SPORTS, GAZI TV 

বাংলাদেশ মোবাইলে দেখতে গেলে- Toffe APP

 

যেখানে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপের ফাইনালে মোট 6 বার উঠেছে 2022 ধরে অন্যদিকে ফ্রান্স মোট 4 বার উঠেছে. ইতিমধ্যে কিন্তু আর্জেন্টিনা পাঁচবার এর মধ্যে মাত্র দুইবার জিতেছে বিশ্বকাপ . যেখানে আর্জেন্টিনার 1978 সালে এবং 1986  বিশ্বকাপের ফাইনালে গিয়ে জিতেছে. যেখানে 1930 – 1990 এবং 2014 তারা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিন্তু তারা বিশ্বকাপ জিততে পারেনি.

যেখানে ফ্রান্স অন্যদিকে চারবার উঠেছে তার মধ্যে কিন্তু দুইবার বিশ্বকাপ পেয়েছে যেখানে শেষ বার বিশ্বকাপ পেয়েছিল ফ্রান্স 2018 সালে. যেখানে ফ্রান্স  1998 এবং 2018 সালে তারা বিশ্বকাপ জিতেছিল তাছাড়া 2006 সালে জিততে পারেনি. শেষবার বিশ্বকাপে ক্রোশিয়া কে হারিয়ে তারা কিন্তু বিশ্বকাপ জিতেছিল আর এবার 2022 আবারও তারা বিশ্বকাপের ফাইনালে উঠেছে এবং ফাইনালে প্রতিপক্ষ থাকছে মেসির আর্জেন্টিনা.

যেখানে মেসির ক্যাপ্টেন না আপাতত আর্জেন্টিনা মোট তিনবার বিশ্বকাপ খেলেছে তার মধ্যে দুইবার ফাইনাল খেলেছে আর একবার শেষ ষোল থেকে বিদায় নিয়েছে. যেখানে আপনাদেরকে জানাবো 2018 সালে মেসির ক্যাপ্টেন এ আর্জেন্টিনা শেষ ষোল থেকে বিদায় নিয়েছে. কিন্তু 2014 সালে মেসি ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো ক্যাপ্টেন করে আর্জেন্টিনার জার্সি পরে তারা ফাইনালে গিয়েছিল কিন্তু ভাগ্যবশত তারা জিততে পারিনি যেখানে সেমিফাইনালের নেদারল্যান্ড কে হারিয়ে ফাইনালে germany’র কাছে হারতে হয় আর্জেন্টিনাকে. সেই স্বপ্ন আপাতত দেখা যাচ্ছে আর্জেন্টিনা যেখানে 2022 সালে হয়তো আবারও ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের সেই স্বপ্ন পূরণ করতে পারবে কি. দেখেন আপনাদের ইতিমধ্যেই জানিয়ে দেই মেসির কিন্তু এটি শেষ ম্যাচ হতে চলেছে.

সেমিফাইনালে ক্রোশিয়া কে হারিয়ে আর্জেন্টিনার হয়ে মেসি জানিয়েছিলেন যে এটি তার শেষ ম্যাচ হতে চলেছে. ফাইনালে জিতুক কিংবা হারুক আর্জেন্টিনার আর দেখা যাবে না মেসিকে. তো আজকে সবাই চায় মেসি বিশ্বকাপ জিতে একটা সম্পূর্ণ  GOAT হতে চাইবে আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়ে দেয়. যেখানে দেখা যায় তা অবশ্য 2022 সালে প্রথম যায় সৌদি আরবের কাছে হেরেছিল মেসিরা. কিন্তু তারপরে সবকটি ম্যাচ জিতেছে। যেখানে আর্জেন্টিনাকে আজকের ম্যাচ যে প্রকারে হোক জিততেই হবে তারপরেই তারা একটা বিশ্ব রেকর্ড করে দেবে আর এই ফাইনাল টা কিন্তু ইতিহাসের পাতায় থেকেই যাবে. কারণ আজকে খেলে ফেলেছে আর্জেন্টিনার সেরা প্লেয়ার শুধু আর্জেন্টিনার নয় বিশ্ব সেরা প্লেয়ার মেসি.

আর্জেন্টিনা বনাম ফ্রান্স এই ম্যাচটি কিন্তু ইতিহাসের সেরা কেন হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানিয়েছি.  একটু দেখে নেই আর্জেন্টিনার জেতার সম্ভাবনা কত বেশি আছে.  এ বছরের প্রথম ম্যাচ আর্জেন্টিনা হেরেছিলো সৌদি আরবের কাছে 2-1 এ. এবং তারপরে মেক্সিকোকে হারিয়েছে এবং পোল্যান্ড কে হারিয়েছে  2-0 গোল অন্যতম সেরা কামব্যাক ও বলা যেতে পারে. যখন সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা হেরে যায় তখন কিন্তু অনেক জন অনেক কথা বলেছিল এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে. 2022 বিশ্বকাপের আগেই মেসি কোনদিন নকআউট পর্বে গোল করেনি তাবলে এখন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এছাড়াও শেষ ষোলতে আপনারা দেখেছেন মেসি কিন্তু গোল করেছে. তো ফাইনাল ম্যাচে আশা করব মেসি গোল করবে কিন্তু কটি গোল করবে অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানান.

Argentina vs France final live FIFA World Cup 2022 start tonight 9pm.

ফুটবল বিশ্বকাপ 2022 শুরু হচ্ছে 20 নভেম্বর থেকে এবং এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলা হবে 18 ডিসেম্বর. এই বিশ্বকাপে মোট 32 টি দল খেলবে যেখানে আটটি গ্রুপ আছে তার মধ্যে একটি গ্রুপের চারটি দল করে ভাগ করা আছে. অবশ্যই আপনারা নিজে কমেন্টে জানান যে এবছর বিশ্বকাপ 2022 কোন দল জিততে পারে . কাতার বিশ্বকাপে আপনি কোন দলের সাপোর্ট করছেন নিচে কমেন্ট করতে ভুলবেন না. তাছাড়া সমস্ত রকমের কাতার বিশ্বকাপ 2022 এর আপডেট পেতে হলে আমাদের কে ফলো রাখুন সবার আগে খবর আপনার কাছে পৌঁছে যাবে. এছাড়াও এখানে আপনারা প্রত্যেক ম্যাচের লাইভ আপডেট অবশ্যই পেয়ে যাবেন cricbongo.com  এবং এটাও কমেন্টে জানান আপনি ভারতীয় নাকি বাংলাদেশ থেকে দেখছেন.

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল কে জিতবে

2 Trackbacks / Pingbacks

  1. বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল | BPL 2023 Point tabel » cricbongo
  2. আর্জেন্টিনার পরের ম্যাচ

Leave a Reply

Your email address will not be published.


*