
- খেলা শেষে আর্জেন্টিনা 0-0 ব্রাজিল এই ম্যাচটি ড্র হয়
- আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস আকুনাকে -76 মিনিটের মাথায় হলুদ কার্ড দেখানো হয়
- 75 মিনিটের মাথায় ডি মারিয়াকে তুলে দিয়ে জুলিয়ান আলভারেজ কে মাঠে আনে
- রদ্রিগো ডিপলকে ট্যাকেল করার জন্য 73 মিনিটের মাথায় ব্রাজিলের মিডফিল্ডার ফ্যাবিনওকে হলুদ কার্ড দেখায়
- 59 মিনিটের মাথায় ক্রিশ্চিয়ানো জার্মান পেজেলাকে হলুদ কার্ড দেখানো হয়
- 53 মিনিটের মাথায় ক্রিশ্চান রমেরো বদলে জার্মান পেজেলা মাঠে আনে
- 50 মিনিটের মাথায় ক্রিশ্চান রমেরো কে হলুদ কার্ড দেখানো হয়
- 47 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজ এর পরিবর্তে জাকই করিয়া নামলো
- 46 মিনিটের মাথায় লিয়েনড্রো প্যারেডেস মাঠ থেকে তুলে লিসান্দ্রো মার্তিনেজ কে আনে
- হাফ টাইম শেষে গোল সংখ্যা আর্জেন্টিনা 0-0 ব্রাজিল
- হাফ টাইম শেষে বল দখলে- আর্জেন্টিনা 53% ও ব্রাজিল 47%
- 45 মিনিটের মাথায় আর্জেন্টিনার প্লেয়ার লিয়েনড্রো প্যারেডেস ও ব্রাজিলের প্লেয়ার লুকাস পেকুটা কে হলুদ কার্ড দেখায়।
- 42 মিনিটের মাথায় আর্জেন্টিনার মিডফিল্ডার রড্রিগো ডিপল দুর্দান্ত শর্ট কিন্তু সেভ করে দিলেন ব্রাজিলের গোলকিপার
- 39 মিনিটের মাথায় ব্রাজিলের মিডফিল্ডার আগুনের গতিতে শট কিন্তু দুর্দান্ত ভাবে ক্যারি করলেন এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার
- 31 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজ এর কাছে একটি গোল করার সুযোগ আছে কিন্তু তিনি সোজাসুজি মারতে পারেন নি।
- এ ম্যাচটি শুরু হচ্ছে ভোর 5:30 থেকে
Argentina vs Brazil আবারো একবার মুখোমুখি হতে চলেছে নভেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এই ম্যাচটি 17 নভেম্বর বাংলাদেশের সময় অনুসারে ভোর 5:30 থেকে শুরু হবে এই ম্যাচটি আর অন্যদিকে ভারতীয় সময় অনুসারে ভোর 5টা থেকে শুরু হবে। লাইভ শুরু করার আগে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে লাইভ দেখতে পাবেন।
Leave a Reply