
argentina squad world cup 2022 : ইতিমধ্যেই আর্জেন্টিনার 26 সদস্যের স্কোয়াড ঘোষণা হয়ে গেলেও তো আজ আমরা সেটা নিয়েই আলোচনা করতে চলেছি যে কে কে পেলেন সুযোগ .
আর্জেন্টিনা স্কোয়াড বিশ্বকাপ 2022 :
- গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ,জিরানীমু রুলি , ফ্রাঙ্কো আরমানি
- ডিফেন্ডার – মেহুল মলিনা , গঞ্জালো মন্টিয়েল,ক্রিস্টিয়ান রোমেরো , জার্মান পেজেলা ,নিকোলাস ওটামেন্ডি ,লিসান্দ্রো মার্তিনেজ ,মার্কোস আকুনা ,নিকোলাস ট্যাগলিয়াফিকো ,হুয়ান ফয়থ
- মিডফিল্ডার-রড্রিগো ডি পাল, লিসান্দ্রো মার্তিনেজ, মেক অ্যালিস্টার , গুইডো রদ্রীগেজ ,পাপ্পু গোমেজ ,এনজিও ফার্নান্ডেজ ,পালেসিওস
- ফরওয়ার্ড- লিও মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, যুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা ,নিকোলাস গঞ্জালেজ , জাকুইন করিয়া
বন্ধুরা এই ছিল আর্জেন্টিনার 26 সদস্যের স্কোয়ার্ড যেখানে অবশ্যই আমরা মিস করতে চলেছি লো সেলসো কে. আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান তার কারণ বিশ্বকাপ কিন্তু শুরু হবে কুড়ি নভেম্বর থেকে . আপনারা কোন দলের সাপোর্ট করবে অবশ্যই নিজে কমেন্টে জানান বন্ধুরা . এবারে কোন দল জিতবে অবশ্যই নিচে কমেন্টে জানান এবং আমি চাচ্ছি অবশ্যই আর্জেন্টিনা জিতুক কারণ আর্জেন্টিনার মেসির জন্যই জিতুক. কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এবারে কিন্তু মিডফিল্ডার আর্জেন্টিনার একটা সেট মিডফিল্ডার ছিল এবারের খুবই একটা ভালো ব্যাপার যে এনজিও ফার্নান্ডেজ সুযোগ পেয়েছে . তার কারণ এই মিডফিল্ডার টা অবশ্যই বেনফিকা খেলে কিন্তু আছে তো অনেক বড় বড় দল তাকে ক্লাবের হয়ে খেলতে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে. যেখানে আপনাদেরকে জানাচ্ছি এটি মেসির বিশ্বকাপ না হলে অ্যাঞ্জেল ডি মারিয়ার কিন্তু শেষ বিশ্বকাপ হতে পারে.
Leave a Reply