
শুভব্রত মুখার্জি: চলতি বছরে একেবারেই ফর্মে নেই ভারতের ইতিহাসে অন্যতম সফল শাটলার পিভি সিন্ধু। এই বছরের ৭ টি টুর্নামেন্ট প্রথম রাউন্ডে হেরেছেন তিনি। হেরেছেন সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসেও। দুইবারের অলিম্পিক্স পদকজয়ী শাটলার সামনের বছরে প্যারিস অলিম্পিক্সের আগে ফর্মে ফিরতে মরিয়া। আর সেই কারণেই তিনি আর্কটিক ওপেনে নেমেছিলেন। ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। পৌঁছে গিয়েছিলেন আর্কটিক ওপেনের সেমিফাইনালেও। তবে সেখানে তাঁকে হারের সম্মুখীন হতে হল। সেমিফাইনালে ঝি-ইউ-ওয়াঙ্গের কাছে হেরে ছিটকে গেলেন তিনি।
চলতি টুর্নামেন্টের পাঁচ নম্বর বাছাই ওয়াঙ্গ। তাঁর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন সিন্ধু।তবুও শেষরক্ষা করতে পারেননি। তিন গেমের এই ম্যাচে নাটকীয়ভাবে পরিবর্তন হয় মোমেন্টামের। ম্যাচে প্রথম গেমটি সিন্ধু হেরে যান। ১২-২১ ফলে হারেন তিনি। তবে দ্বিতীয় গেমেই দুরন্ত কামব্যাক করেন তিনি। ২১-১১ ফলে হারিয়ে দেন ওয়াঙ্গকে। ফলে ১-১ অবস্থায় ম্যাচ জমে ওঠে। তবে তৃতীয় গেমে হঠাৎ করেই যেন ছন্দ হারান সিন্ধু।ওয়াঙ্গের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি তিনি। বিশেষজ্ঞদের অনেকের মতে বেশ ক্লান্ত দেখিয়েছে সিন্ধুকে। তৃতীয় গেমে ২১-৭ ফলে তাঁকে উড়িয়ে দিয়ে গেমের পাশাপাশি ম্যাচও জিতে নেন ওয়াঙ্গ।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে সিন্ধুর শুরুটা বেশ ভালোই হয়েছিল। প্রথম রাউন্ডে তিনি জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে দেন। পরের রাউন্ডে তাইওয়ানের সু-ওয়েন-চি’র বিরুদ্ধে ও দুরন্ত জয় পান তিনি। কোয়ার্টার ফাইনালে পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন তিনি। ভিয়েতনামের নগুয়েন-থুই-লিনের বিরুদ্ধে দারুনভাবে জিতে নিশ্চিত করেন সেমিফাইনালের টিকিট। সেমিফাইনালে তিনি পিছিয়ে পড়েও ম্যাচ ড্র করেন। তবে শেষ রক্ষা করতে পারেননি। ২-১ ব্যবধানে শেষ পর্যন্ত সিন্ধুকে হারিয়ে দেন ওয়াঙ্গ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
Leave a Reply