AFC Chanpions League: মাঠে নেমেও দলকে জেতাতে পারলেন না নেইমার. AFC চ্যাম্পিয়ন্স লিগে ড্র আল-হিলালের


দলবদলের পরে নতুন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হলো না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টে নববহরের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করলো আল হিলাল। এইবার প্রথমবার নববাহর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগের রানার্সদের দলকে আটকে দিল।

ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়র সম্প্রতি প্যারিস ফুটবল ক্লাব পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরোতে অল দুবাইয়ের ক্লাব আল হিলালে সই করেছেন। গত শুক্রবারে তিনি এই দলের হয়ে নিজের অভিষেক ঘটান সেই ম্যাচ ঘরের মাঠে জিতে নেয় আল হিলাল। এই মাসের শুরুতেই ব্রাজিলের সর্বকালের বেশি গোল সংগ্রহকারী ফুটবলার হয়েছেন। তবে নিজের ক্লাবের দলের হয়ে এই রাতটা খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাইবেন তিনি। এই ম্যাচে তিনি যেমন গোল করতে পারেননি তো বটেই বিপক্ষ ফুটবলারদের সঙ্গে ঝামেলাতেও জড়িয়ে পড়েন। তবে এই দিনের ম্যাচে শুরুতেই দলকে এগিয়ে নিয়ে যাওয়াথ সুযোগ পেয়েছিলেন ব্রাজিলকে তারকা। তবে তার মারা সবটি বিপক্ষের গোলকিপার ধরে নেয়।

এদিনের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। ম্যাচের ৫২ মিনিটের মাথায় নববাহরের হয়ে প্রথম গোল করেন তোমা তাবাতাদজে। এরপরে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নেইমাররা বারবার গোল করার চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষের দিকে ম্যাচের অতিরিক্ত সময়ে আল হিলালের মান রক্ষা করেন আলি আল বুলাইহি। তাঁর করা গলে এক এক হয় ম্যাচের ফলাফল।

আল হেলাল এএফসি চ্যাম্পিয়নশিপে গ্রুপ ডি-তে রয়েছে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ভারতের আইএসএল ক্লাব মুম্বই সিটিও। নেইমাররা নিজেদের প্রথম ম্যাচ ড্র করলেও হারের মুখ দেখেছে মুম্বই সিটি। ইরানে ক্লাব নাসাজি মাজানদারানের কাছে হেরেছে এই দল। এখন তারাই নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে।

এএফসি চ্যাম্পিয়নশিপে যেহেতু ভারতের মুম্বই সিটি ও আল হিলাল একই গ্রুপে রয়েছে তাই ভারতে নেইমারের খেলতে আসার সম্ভাবনা প্রবল। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন খেলতে আসতে পারেন ব্রাজিলিও তারকা ফুটবলার নেইমার দা সিলভা জুনিয়র। বর্তমান সময়ে তাঁর সতীর্থ ফুটবলারদের মধ্যে আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় এসে ঘুরে গিয়েছেন কিন্তু তিনি কোন ম্যাচ খেলেননি। বর্তমান তারকাদের মধ্যে নেইমার সম্ভবত প্রথম ফুটবলার যিনি ভারতের মাটিতে ম্যাচ খেলতে চলেছেন।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*