AFC Champions League: এশিয়ার সেরা প্রতিযোগিতায় জাত চেনালেন CR7, গোল না পেলেও নিশ্চিত করলেন নাসেরের জয়


এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দুর্দান্ত ভাবে করল আল নাসের। ইরানের ক্লাব পেরসেপলিসের বিরুদ্ধে খেলতে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। বিপক্ষকে ২-০ গোলে উড়িয়ে দিল আল নাসের। মঙ্গলবার শুরু থেকেই নিজেদের দাপট বজায় রাখে আল নাসের। বিপক্ষককে কোনও রকম সুযোগ দেয়নি। এদিন আল নাসের জিতলেও কোনও গোল করেননি রোনাল্ডো। যদিও এই ম্যাচে বেশ উত্তেজনা দেখা দেয়। দশ জনে খেলতে হয় পেরসেপলিসকে।

ফলে বিপক্ষকে হারাতে খুব একটা ঘাম ঝড়াতে হয়নি আল নাসেরকে। বিপক্ষকে নিয়ে কার্যত ছেলে খেলা করেন তারা। সবচেয়ে বড় বিষয় হল, এই ম্য়াচে পেরসেপলিসের কোনও সমর্থক মাঠে ছিলেন না। ২০২১ সালে পেরসেপোলিস সমর্থকদের এক ম্যাচ নিষিদ্ধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। সেই জন্য আল নাসেরের বিপক্ষে পেরসেপোলিসের কোনও সমর্থককে গ্যালারিতে দেখা যায়নি। যদিও এই ম্য়াচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।

আল নাসেরও দেখে বুঝে শুনে খেলতে থাকে। ফলে গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণ বাড়ায় দুই দল। কিন্তু আল নাসেরের সামনে কোনও ভাবে পেরে উঠছিল না পেরসেপলিস। দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ৫২ মিনিটের মাথায় রোনাল্ডোকে মেরে লাল কার্ড পান পেরসেপলিসের ফুটবলার মিলাদ সার্লক। ১০ জনে হয়ে যায় তারা। আর সেই সুযোগ কাজে লাগায় আল নাসের। যদিও রোনাল্ডোদের প্রথম গোল আসে বিপক্ষের ভুলেই। আত্মঘাতি কোচ করেন ড্যানিয়েল। ফলে ১-০ গোলে এগিয়ে যায় আল নাসের।

প্রথম গোল পেয়ে অক্সিজেন ফিরে পায় রোনাল্ডোর দল। বিপক্ষকে চাপে রাখতে থাকে তারা। ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালায় পেরসেপলিস। কিন্তু কোনও ভাবেই আর তারা ফিরে আসতে পারেনি। বরং উল্টে গোল হজম করতে হয় পেরসেপলিসকে। ৭২ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান মহম্মদ কাসিম। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আর গোলও করতে পারেনি ইরানের দলটি। ফলে ২-০ ব্যবধানে জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু করল আল নাসের। যদিও ম্যাচের একেবারে শেষের দিকে রোনাল্ডোকে তুলে নেওয়া হয়। এদিন একটি রেকর্ডও গড়েন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে নতুন এক রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা। হাজার-তম পেশাদার ম্যাচে অপরাজিত রইলেন রোনাল্ডো। নিজ দলের হয়ে ৭৭৬ জয়ের পাশাপাশি ড্র করেছেন ২২৪ ম্যাচ।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*