5 Side Hockey WC: উদ্বোধনী মিনি হকি বিশ্বকাপে ভারতের গ্রুপে বোল্ট, ফেডেরার, সালাহের দেশ!


৫ সাইড এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতীয় দল। এবার তারা খেলতে ৫ সাইড হকি বিশ্বকাপে। যা অনুষ্ঠিত হবে ওমানের মাস্কটে। যা চলবে ২৪ থেকে ৩১ জানুয়ারি। এই প্রথমবার ৫ সাইড হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই টুর্নামেন্টে ভারত পুল বি-তে রয়েছে। ভারত ছাড়াও সেই গ্রুপে রয়েছে মিশর, সুইৎজারল্যান্ড এবং জাংমাইকা। মোট ১৬টি দল প্রথম ৫ সাইড হকি বিশ্বকাপে অংশ নিচ্ছে। আর এই ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে।

পুল এ-তে জায়গা করে নিয়েছে পাকিস্তান, পোল্যান্ড, নাইজেরিয়া এবং নেদারল্যান্ডস। এছাড়াও পুল সি-তে রয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং কেনিয়া। পাশাপাশি গ্রুপ ডি-তে রয়েছে ওমান, মালয়েশিয়া, আমেরিকা এবং ফিজি। ইতিমধ্যেই ৫ সাইড এই টুর্নামেন্ট শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বে। গোলের সংখ্য়াও অনেকটাই দেখা গিয়েছে। প্রথমবার ৫ সাইড হকি বিশ্বকাপ শোরগোল ফেলে দিতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

এই টুর্নামেন্টে অংশ নিতে মরিয়া ভারতীয় দলও। অধিনায়কের মুখেই তা যেন স্পষ্ট হল। হকি ইন্ডিয়ার প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় দলের অধিনায়ক মংনদীপ মোর বলেন, ‘এই টুর্নামেন্টে অংশ নিতে আমরা মুখিয়ে রয়েছি। প্রথমবার এই বিশ্বকাপ হবে। ফলে বেশ কিছুটা চাপেও আছি আমরা। আমাদের গ্রুপে সত্যিই কিছু শক্তিশালী দল আছে। প্রত্যেকেই প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে টুর্নামেন্টে খেলতে নামবে এবং আমরাও সেটাই করতে চাই।’

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। যা অনেকটাই স্বস্তি দিয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথমবার ৫ সাইড বিশ্বকাপে নামার আগে ভারত অধিনায়ক আরও জানিয়েছেন, ‘আমরা আমাদের নিজস্ব খেলায় ফোকাস করব এবং ইতিবাচক ফলাফল অর্জনের জন্য আমরা মুখিয়ে থাকব। আমাদের মাথায় রাখতে হবে, আগে ম্যাচে যত গোলেই জয় পাই না কেন, অত্যাধিক আত্মবিশ্বাসের জন্য ডুবে না যাই। সব দিকে দেখে শুনেই আমরা এগিয়ে যাব। প্রথমবার এই টুর্নামেন্ট অনেকটাই কঠিন হবে। ফলে আমরা সেই সব দিক মাথায় রেখেই টুর্নামেন্ট থেলতে নামব।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*