
BANGLADESH VS SRI LANKA অবশ্য এই ম্যাচটি উত্তেজনায় ভরা পূর্ণ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনেই। যেখানে বাংলাদেশে বোটম ব্যাটিং করে 172 রান টার্গেট দেয় সেখানেই শ্রীলঙ্কা এর রান অবশ্য তুলে দেয়। যেখানে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তাদের ওপেনার নাঈম এবং মুশফিকর রহিম। কিন্তু শ্রীলংকার হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন আসালঙ্কা বলে এই প্লেয়ারটির। বলা যেতে পারে এক হাতে এই ম্যাচটি জিতিয়েছে এই আশঙ্কা বলে প্লেয়ারটি শ্রীলঙ্কাকে।
যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় আজকে বাংলাদেশ হারার প্রথম কারণ তাদের ফিল্ডিং। ফিল্ডিং খারাপ করার জন্যেই আজকে হাল্লো শ্রীলংকার কাছে এটা অবশ্যই ম্যাচের সবথেকে বড় গেম চেঞ্জার। ঠিক 14 ওভার 3 বলে মাথায় মুস্তাফিজুরের বলে আশালঙ্কার একটি ক্যাচ মিস করে লিটন দাস। এবং যদি ওই কাজটি ধরে ফেলত তাহলে বাংলাদেশ জিতে যেত। এবং আপনারা অবশ্যই দেখেছেন কেমন খেলেছে তার পরে এই আশঙ্কা প্লেয়ারটি।
Leave a Reply