
IPL 2021 চেন্নাই সুপার কিংস বিপক্ষে হারার পরে কি বললেন কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। আপনারা জানেন চেন্নাই এর সাথে হেরে কলকাতা নাইট রাইডার্স অবশ্য থমকে গেছে সেই সেমিফাইনালে যাওয়ার পথে। কিন্তু ম্যাচ শেষের পরে ইয়ন মর্গ্যান কে বললেন যে কেন প্রসিদ্ধ কৃষ্ণাকে বল দিতে হয়েছে। তিনি এটাও বলেন তিনি প্রসিদ্ধ কৃষ্ণাকে বল দিতে বাধ্য হয়েছে । যেখানে প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে 22 রান দিয়েছে এবং তারপরেই কলকাতা নাইট রাইস হেরে যায় এবং 19 ওভারে ম্যাচের ভোল পাল্টে যেত সবাই মনে করেছে কিন্তু আবারও জঘন্য বোলিং করল এই প্রসিদ্ধ কৃষ্ণা। কেনই বা সুনীল নারিন না 19 ওভারে প্রসিদ্ধ কৃষ্ণাকে বাধ্য করে বল দিতে হয়েছিল এমনটাই জানাই কলকাতার ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান।
যেখানে আন্দ্রে রাসেলের চোট হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এর সব থেকে সবচেয়ে খারাপ খবর। বলতে গেলে ওখানেই ম্যাচটি ভরে যায় আন্দ্রে রাসেলের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরে। ইয়ন মরগান সরাসরি জানিয়ে দেন যে তিনি হাজার ২০ ওভারে রাসেলকে দিয়ে করাতে চেয়ে ছিলেন কিন্তু চোটের কারণে সবকিছু প্লান ভেস্তে যায়। এবং প্রসিদ্ধ কৃষ্ণা কুড়ি ওভারের মাথায় বল করতে পারেন না এমনটি জানায়। তাই বাধ্য হয়ে 19 ওভারে প্রসিদ্ধ কৃষ্ণাকে বল দিয়েছে না হলে সেখানে সুনীল নারিন বল দেওয়া হতো এমনটাই জানাই ক্যাপ্টেন।
Leave a Reply