15 জনের দল ঘোষণা করল টি-টোয়েন্টি বিশ্বকাপে

ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দেয় যে ভারতীয় দল T20 World Cup 2021 জন্য তারা 15 জনের স্কোয়াড ঘোষণা করল। যেখানে অবশ্যই এই স্কোয়াড টি দেখলে আপনারা হয়তো একটু চমকে যাবেন তার কারণ কিছু খেলোয়ার কে অবশ্যই নেওয়ার দরকার ছিল কিন্তু তাঁদেরকে সুযোগ দেয়া হয়নি। যেখানে আপনাদের কে জানিয়ে দেয় এই দলের তিনটি উইকেট কিপার ব্যাটসম্যান কে নেওয়া হয়েছে। এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপ্টেন বিরাট কোহলি রয়েছে এবং তার সাথে ভাইস ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকে নেওয়া হয়েছে। 

  • ব্যাটসম্যান হিসেবে দলে সুযোগ পেয়েছেন- বিরাট কোহলি, রোহিত শর্মা ,কে এল রাহুল,  সূর্য কুমার যাদব, রিশাব পান্ত, ঈশান কিষান।

 

  • অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেয়েছে- হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা,  রবিচন্দ্রন অশ্বিন,অক্ষয় প্যাটেল, ভুবনেশ্বর কুমার।

 

  •  বোলার হিসেবে দলের সুযোগ পেয়েছে – রহুল চাহার,  জাসপ্রিত  বুমরাহ,  মোহাম্মদ সামি, বরুণ চক্রবর্তী। 

আপনাদের মতামত অবশ্যই জানান যে এই প্লেয়ার দের নিয়েছে ঠিক হয়েছে কিনা । যেখানে আপনাদেরকে জানাই এদের মধ্যে কিন্তু অনেক জন এখনো এক্সপিরিয়েন্স নেই। যেখানে আপনাদেরকে জানাই বিনা এক্সপেরিয়েন্সের দল গঠন করেছে বলা যেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড । 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*