
Cristiano Ronaldo আবারো তার পুরনো দলে যোগ দিলেও সেই ম্যানচেস্টার ইউনাইটেডে ইতিমধ্যেই তার প্রথম ম্যাচে অভিষেক ঘটলো ম্যানচেস্টার এর নিজস্ব হোম গ্রাউন্ডে। আবারো 12 বছর পরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল পেলেন রোনাল্ডো। যেখানে 12 বছর 180 দিন পরে আবারো ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি পড়ে ওল্ড ট্রাফোর্ডে এবছরের প্রিমিয়ার লিগের শুরুর দিকের প্রথম ম্যাচ খেলতে নামলে নিউ ক্যাস্তেল এর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম হাফ আগেই গোল পেয়ে গেলেন CR7 যেখানে শুরুতেই একের পর এক দুর্দান্ত চান্স ক্রিয়েট করেছিলেন কিন্তু এতো অপেক্ষার পরে আবারো ম্যানচেস্টার ফ্যানদের কাছে আবারও সবচেয়ে সুখের দিন বলা যেতে পারে আজকের দিনটি।
যেখানে 45 মিনিট এরপরে আরো 2 মিনিট অ্যাডেড টাইম হিসেবে দিয়েছিল সেখানে গোল করে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যেখানে 46 মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার শর্ট রেখেছিল গোলপোস্টের সোজাসুজি এবং বিপক্ষ দলের গোলকিপার টিমে বলতে হাতে লেগে মিস করে ফেলেন সেই সুযোগেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছোট্ট একটি পুশ করে বলটিকে গোলের জালে জড়িয়ে যায়। এবং হাফ টাইমে 1-0 এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল দেখতে আজকে অবশ্যই মাঠে এসেছিলেন এবং তাদের জন্য সুখবর হচ্ছে।
Leave a Reply