৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রান তুলতেই সাজঘরে ফেরেন বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে ব্যর্থ আনামুল হক বিজয়। ফলে ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংইয়ে পাঠান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংইয়ে নেমে ইনিংসের প্রথম বলেই চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। তবে টাইগার ভক্তদের হতাশ করেছেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন। শামির গুড লেন্থের সুইং করে ভেতরে ঢোকানো বলের লাইন বুঝতেই পারেননি বাংলাদেশের এই ওপেনার।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ১২ বলে ১৩ রান করে শার্দুল ঠাকুরের ক্রস সিম ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে বোল্ড হন তামিম। প্রায় ৯ মাস পর ওয়ানডে দলে ফিরেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আনামুল হক বিজয়। শারদুল ঠাকুরের খাটো লেন্থের বল তুলে মারতে গিয়ে টপ এজ হয়ে বল উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ধরে পড়ে। ১১ বলে ৪ রান করে ফেরেন বিজয়।

ফলে ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট করছেন ১৩ রানে এবং মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ১ রান নিয়ে।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*