৩৫-১-এ জাপানকে উড়িয়ে Men’s Asian Hockey 5s WC Qualifiers-এর সেমিতে গেল ভারত


শুভব্রত মুখার্জি: হকির জাদুকর ধ্যানচাঁদ যে সময়ে হকি খেলতেন, সেই সময়ে হকির মাঠে ভারতের প্রতিপত্তি কারও অজানা নয়। হকির হাত ধরে একের পর এক অলিম্পিক্সে ভারত সোনার পদকও জিতেছিল। পাশাপাশি তখন প্রায় প্রতি ম্যাচেই একচ্ছত্র আধিপত্য নিয়ে ম্যাচ জিতত ভারত। অনেকটা সেই সব দিনের কথাই যেন এদিন মনে করিয়ে দিল ভারতীয় দল। পুরুষদের এশিয়ান হকি ৫-এস বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে জাপানকে পর্যুদস্ত করল ভারত। ৩৫-১ গোলের ব্যবধানে জাপানের সূর্যকে অস্তাচলে পাঠাল ভারতীয় দল। এদিন প্রথম ম্যাচে ভারতকে লড়াই করতে হয়েছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে জিততে বেগ পেতে হয় ভারতকে। শেষ পর্যন্ত ৭-৫ ফলে জিতে যায় ভারতীয় দল। এর ফলে তারা সরাসরি সেমিফাইনালেও চলে গিয়েছে।

ওমানের সালালাতে এদিন দারুন ফর্মে ছিল ভারতীয় দল। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। যার কোনও রকম কোনও জবাব ছিল না জাপানের কাছে। ভারতের হয়ে মনিন্দর সিং একাই দশটি (১, ৩, ৫, ৬, ৯, ১৫, ২০, ২৪, ২৫, ২৯) গোল করেন। সাতটি (৩, ৪, ১১, ১২, ১৭, ২৬, ২৬) গোল করেন মহম্মদ রাহিল। পবন রাজবর করেন পাঁচটি (২, ৬, ১০, ১৩, ২৩)গোল। এছাড়াও গুরজোত সিং করেছেন পাঁচটি গোল। সুখবিন্দর চারটি এবং অধিনায়ক মনদীপ মুর করেছেন তিনটি গোল। পাশাপাশি যুগরাজ সিং করেছেন একটি গোল। জাপানের হয়ে একমাত্র গোলটি করেছেন মাসাটাকা কোবোরি (২৯’)।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যে ৭ টি গোল করে ফেলে ভারতীয় দল। মনিন্দর, রাহিল,পবনরা তখন ঘাম ছুটিয়ে দিয়েছেন জাপান ডিফেন্ডারদের। প্রথমার্ধ শেষ হতে না হতেই ম্যাচ পকেটে পুরে ফেলে ভারতীয় দল। ১৮-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধেও এই চিত্রের কোনও পরিবর্তন হয়নি। এক রকম ভাবে পরের পর আক্রমণ ভারত তুলে আনতে থাকে জাপানের বক্সে। যেখান থেকে গোল করাটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। গুরজোতের ৩০তম মিনিটের গোলে অবশেষে ৩৫-১ ফলে জাপানকে চূর্ণ করে ভারতীয় দল। এদিন দিনের প্রথম ম্যাচে অবশ্য ভারতকে লড়াই করে ৭-৫ ফলে মালয়েশিয়ার বিরুদ্ধে জিততে হয়েছে। এই ম্যাচেও পাঁচ গোল করেছিলেন গুরজোত। ফলে পরপর দু’টি জয়ে এলিট পুল টেবিলে ভারত দ্বিতীয় স্থানে শেষ করে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে।তাদের মোট সংগ্রহ ১২ পয়েন্ট। ২ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর দেড়টায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারতীয় দল।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*