২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ


ছবি: সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হতে যাচ্ছে এই সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের টিকিট পাওয়া যাবে মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) থেকে। টিকিট মিলবে ম্যাচের দিনও।

সিরিজে সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য। সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য।

ভিআইপি ও ক্লাব হাউজের জন্য গুনতে হবে ১ হাজার ও ৫০০ টাকা করে। ৩০০ টাকায় নর্থ ও সাউথ স্ট্যান্ডে খেলা দেখতে পারবেন দর্শকরা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে টিকিট পাওয়া যাবে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ডটকম থেকেও পাওয়া যাবে টিকিট।

কিউইদের বিপক্ষে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কারণ এই সিরিজে অনেক দিন পর দলে ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তামিম ইকবালরা।

/এনকে /এএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*