হায়দ্রাবাদের প্লেয়ার করোনা পজেটিভ IPLহবে?

IPL 2021 সবচেয়ে খারাপ খবর আসলো ইতিমধ্যে সানরাইজ হায়দ্রাবাদ কে নিয়ে। আপনাদেরকে জানাই ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহী তে আইপিএল 2021 চলছে। করোনা ভাইরাসের সবকিছু বিধি মেনে পড়ার পরেও আবারো করোনা পজেটিভ হল সানরাইজ দলের প্লেয়ার। যেখানে আপনাদেরকে জানাই Natarajan তিনি করোনা টেস্ট পজিটিভ হয়ে গেলেন। এখন অবশ্য এইটা শুনে আপনাদের একটাই কথা মনে আসবে এপ্রিল মাসের কথা কারন প্রথমে কলকাতা বরুণ চক্রবর্তী করোনা টেস্ট পজিটিভ হওয়ার পরে আইপিএল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু আপনাদেরকে জানাই ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে আজকের ম্যাচটি হতে চলেছে।

এবং আজকের ম্যাচ দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে ম্যাচে আপনারা দেখতে পাবেন না Natarajan এবং বিজয় শংকর কে। এছাড়াও সানরাইজ হায়দ্রাবাদের 6 প্লেয়ার আপাতত আইসোলেশনে আছে তার কারণ Natarajan কন্টাকে এসেছিল। কিন্তু আপাতত খবর অবশ্যই আইপিএল চলবে এই ক’টি পেলেয়ার আজকের সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখতে পাওয়া যাবে না ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*