স্ক্যান করাতে হাসপাতালে হার্দিক; বল হাতে কোহলি


ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইনিংসের নবম ওভারে বল হাতে আসেন হার্দিক পান্ডিয়ার হাতে। প্রথম বলটি ডট করলেও দ্বিতীয় ও তৃতীয় বলে চার মারেন লিটন। তৃতীয় বলে স্ট্রেইট ড্রাইভ করেন বাংলাদেশি এই ওপেনার। বলটি পা দিয়ে ফেরাতে গিয়ে অপ্রস্তুতভাবে পড়ে যান হার্দিক। পড়ে বাঁ পায়ে চোট পান এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর মাঠেই সেবা নিতে দেখা যায় তাকে। পায়ে অস্বস্তি থাকায় এরপর মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে ওভার সম্পন্ন করেন ভিরাট কোহলি। জানা গেছে ম্যাচ চলাকালীনই স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে হার্দিককে।

ভারতীয় ক্রিকেট বোর্ড তাৎক্ষণিক বার্তায় জানায়, হার্দিক পান্ডিয়ার চোট পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্ক্যান করতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সাথে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ম‍্যাচে আর ফিল্ডিং করবেন না পেস বোলিং অলরাউন্ডার।

ছবি: সংগৃহীত

অন্যদিকে, ওয়ানডেতে সবশেষ ২০১৭ সালের অগাস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং করেছিলেন কোহলি। এরপর ৬টি বসন্ত পেড়িয়ে গেলেও বল হাতে দেখা যায়নি এই তারকাকে। পান্ডিয়ার অসমাপ্ত ওভারের বাকি ৩টি বল করেন কোহলি। যেখানে ২ রান দেন তিনি।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*