
IPL 2021 এলিমিটার ম্যাচে Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore 11 ই অক্টোবর হবে সন্ধ্যা 7:30Pm থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পারবেন। যেখানে আজ আমরা দেখে নেবো কলকাতার সম্ভাব্য একাদশ কি হতে পারে প্রথম সেমিফাইনাল ম্যাচ। যেখানে এই ম্যাচটি অবশ্যই শারজাহতে হচ্ছে অর্থাৎ কলকাতা আগের ম্যাচটি রাজস্থানের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ছিল। কিন্তু ওর ব্যাঙ্গালোরের বিরুধ্যে অবশ্যই কলকাতার দলে পরিবর্তন হতে চলেছে কিছু প্লেয়ার তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন।
আপনাদেরকে অবশ্যই জানানো দরকার যে ব্যাঙ্গালোর ম্যাচে অবশ্যই সাকিবের পরিবর্তে আন্দ্রে রাসেল কে নেওয়া হবে। তার কারণ ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য সাকিব-আল-হাসান বাংলাদেশের দলের সাথে যোগ দিয়েছে ইতিমধ্যে।
- ওপেনার হিসেবে শুভমান গিল এবং ভেঙ্কটেশ আই আর, রাহুল ত্রিপাঠী, নিতিশ রানা, দীনেশ কার্তিক ,ইয়ন মর্গ্যান্,আন্ড রাসেল ,সুনীল নারিন , লকি ফার্গুসন , বরণ চক্রবর্তী, শিভম মাভি
Leave a Reply