সুনীল ছেত্রীকে রেখেই Asian Games-এর দল ঘোষণা করল ভারত, পাওয়া গেল না গুরপ্রীত, সন্দেশকে


শেষ পর্যন্ত সুনীল ছেত্রীকে রেখেই এশিয়ান গেমসের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুনীলকে দলে রাখা হলেও, ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যায়নি। তাঁদের ছাড়াই দল ঘোষণা করেছে ফেডারেশন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ২০২৩ এশিয়ান গেমসের জন্য ১৭ সদস্যের পুরুষ টিমের স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। এবার এশিয়ান গেমস চিনের হ্যাংঝুতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে।

স্কোয়াড ঘোষণা করার পাশাপাশি এশিয়ান গেমসে প্লেয়ারদের ছাড়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলোকে এবং এফএসডিএল-কে ধন্যবাদ জানিয়েছে এআইএফএফ। ফেডারেশনের সভাপতি মিঃ কল্যাণ চৌবে বলেছেন, ‘এবার ভারতীয় ফুটবল মরশুমে একটি ব্যস্ত সময়সূচি রয়েছে। আমাদের অল্প সময়ের মধ্যে খুবই টাইট শিডিউল আছে, যা ম্যানেজ করা সহজ ছিল না।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় স্তরেই ভারতের ফুটবল মরশুমে ঠাঁসা সূচি। জাতীয় দলের পাশাপাশি আইএসএলের ম্যাচ রয়েছে। এই মুহূর্তে ভারতীয় দল এশিয়ান গেমসে খেলার জন্য অপেক্ষা করছে। তার পরে মেরডেকা কাপ রয়েছে, বিশ্বকাপ বাছাইপর্ব এবং এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের খেলাও রয়েছে।’

জাতীয় দল বনাম ক্লাব ফুটবল নিয়ে তীব্র বিবাদ চলছে ভারতীয় ফুটবলে। যার জেরে এবার এশিয়ান গেমসে দল গড়তে গিয়ে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল ইগর স্টিম্যাচের। শেষ পর্যন্ত অবশ্য বেঙ্গালুরু এফসি সুনীল ছেত্রীকে ছাড়তে রাজি হয়। তবে বেঙ্গালুরুর গোলকিপার বিভাগে চোট-আঘাত সমস্যা থাকায়, গুরপ্রীতকে তারা ছাড়েনি। আবার এফসি গোয়া তাদের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকেও এশিয়ান গেমসের জন্য ছাড়পত্র দেয়নি।

নিয়ম অনুযায়ী, এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের খেলার কথা। তবে তিন জন ২৩ বছরের বেশি সিনিয়র ফুটবলারকে দলে রাখা যায়। যেমন নিয়ম রয়েছে অলিম্পিক্সে। এই তিন জন সিনিয়র ফুটবলার হিসেবে ফেডারেশন এবং স্টিম্যাচ দলে নেওয়ার কথা ভেবেছিলেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে। সুনীলকে অধিনায়ক হিসেবে পাওয়া গেলেও, বাকি দুই ফুটবলারকে পাওয়া যায়নি।

এশিয়ান গেমসের জন্য ভারতের মেনস ফুটবল টিম: গুরমিত সিং, ধীরজ সিং মইরাংথেম, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবীহ আনজুকান্দান, আয়ুশ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*