সাকিব বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে কাজ করতে হবে: সাকিব


কলম্বোর প্রেমাদাসায় ২৬০ রান তাড়া করতে হলে যেভাবে ব্যাটিং করতে হতো তা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বল হাতে ২০ রান বেশি দিয়ে ফেলায় সুযোগটা হাতছাড়া হয়েছে বলে মনে করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, গত ছয় মাস ব্যাটিংটা খারাপ হচ্ছে, এ নিয়ে বিশ্বকাপের আগে কাজ করতে হবে। এছাড়া, নিউজিল্যান্ড সিরিজে পরীক্ষা-নিরীক্ষার কথা ভাবছেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে বোলিং নিয়েছিলেন বাংলাদেশ সেনাপতি। তবে, শেষ পর্যন্ত লঙ্কানদের দেয়া ২৫৮ রানের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে তাই সাকিব কষলেন পরাজয়ের অঙ্ক।

সাকিব আল হাসান বলেন, এখানে প্রায় ২৬০ রান তাড়া করতে হলে খুবই ভালো ব্যাটিং করতে হতো আমাদের। এই উইকেটে বড়জোর ২৩০–২৪০ তাড়া করা সম্ভব। ২৬০ (২৫৭) অবশ্যই বেশি ছিল। তবে সেটাও বেশি মনে হতো না। যারাই ব্যাটিং করেছে, তারা বলেছে দিনের চেয়ে ভালো ছিল উইকেট। সেই সুযোগটা আমরা নিতে পারিনি। আর আমরা ২০ রান বেশি দিয়ে ফেলেছি।

এশিয়া কাপে এই পরাজয়ে আরও একবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখলো ক্রিকেট পাড়া। ভারত বিশ্বকাপের আগে এটাই এখন বাংলাদেশ দলের মূল মাথাব্যথা।

এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, গত ছয় মাসে আমাদের ব্যাটিং খারাপ হচ্ছে। ধারাবাহিকভাবেই নিচের দিকে যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। আসলে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু যখনই রিয়েলিটি চেকটা হয়, তখন কিন্তু আমরা ব্যর্থই হয়েছি। এটা ভালো যে বিশ্বকাপের আগে আগে এই টুর্নামেন্টটা হয়েছে। এটা আমাদের জন্য রিয়ালিটি চেক।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে হবে নিউজিল্যান্ড সিরিজ। ১৭ সেপ্টেম্বর দেশে আসবে কিউইরা। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে দিবারাত্রির তিন ওয়ানডে। সেখানেই সবশেষ এক্সপেরিমেন্ট করতে চায় বাংলাদেশ।

সাকিব আল হাসান বলেছেন, নিউজিল্যান্ড সিরিজে তিনটি ম্যাচ আছে। সেখানে আমরা কিছু জিনিস দেখবো। সবারই সুযোগ আছে খেলার। তবে এশিয়া কাপে যারা খেলেছে, তাদের মধ্যে যারা বিশ্বকাপে নিশ্চিত যাবে, তাদের বিশ্রাম থাকতে হবে বলে আমি মনে করি। প্র্যাকটিস ম্যাচ, ট্রাভেলিং মিলিয়ে অনেক বড় সফর বিশ্বকাপে। কারও ইনজুরি হলে সমস্যা হবে। আমাদের হাতে ভালো বিকল্প নেই। সবার ফিট থাকাটা খুব জরুরি। এবাদত নেই, আমি আশা করবো চার পেসারই যেন ফিট থাকে।

/এমএন





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*