সাকিবের ক্যাপ্টেন্সি বিষয়ে চুপ তামিম


ছবি: সংগৃহীত

এশিয়া কাপের দু’টি হারে বিচলিত হবার কিছু নেই। এই দলটির সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর- বলছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাকিবের ক্যাপ্টেন্সি কেমন দেখছেন- এমন প্রশ্নে তামিম বলেন দলের বাইরে থাকায় মন্তব্য করা ঠিক হবে না। নিজে ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে অনেক দূর এগিয়েছেন, বলছেন- নিউজিল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চান।

ইনজুরির কারণে এশিয়া কাপের দলে নেই। তবে নেটে ব্যাটিং শুরু করেছেন তামিম ইকবাল। কথা ছিল বৃহস্পতিবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করার। তবে দু’দিন পিছিয়ে বোববার (১০ সেপ্টেম্বর) থেকে শতভাগ নিবেদনে ব্যাটিং করবেন এই ওপেনার।

ছুটির দিন বিকেলে মিরপুর ১০ নম্বরে একটি ফ্যাশন ব্র্যান্ডের নতুন শাখার উদ্বোধন করেন তামিম। সেখানেই তামিম বললেন নিউজিল্যান্ড সিরিজ থেকে ফেরার লক্ষ্যের কথা।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, দেখুন, আমাকে যে প্রোগ্রামটা দেয়া হয়েছে আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামই টিক দিয়েছি। খুব ভালোভাবে আমার উন্নতিটা হচ্ছে। বিশেষ করে ১০ তারিখের পর থেকে প্রায় ১০ দিন ফুল ইনটেনসিটিতে আমাদের অনুশীলন করার পরিকল্পনা আছে। এখন পর্যন্ত কোন সেটব্যাক হয়নি। এখন পর্যন্ত ব্যথাও সেভাবে অনুভব করিনি। ফিটনেসের এদিক-ওদিক থাকে কিন্তু সেরকম ব্যথা অনুভব করিনি। পরবর্তী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা ফুল ইনটেনসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে। আমি খুবই আশাবাদী এবং ইতিবাচক আমি নিউজিল্যান্ড সিরিজে প্রথম থেকেই খেলতে পারবো।

ইনজুরিতে দলের বাইরে থাকলেও টাইগারদের খেলাটা নিয়মিতই দেখছেন তামিম। এশিয়া কাপে শ্রীলংকা আর পাকিস্তানের কাছে ব্যাটিং ভরাডুবি দেখেও হতাশ নন তিনি। বলছেন দলের প্রতি আস্থা রাখতে। তামিম ইকবাল বলেন, ভালো না খেললে হতাশ অবশ্যই হই। আমার মনে হয় না একটা-দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে লাস্ট পাঁচ-ছয় বছরের হার্ড ওয়ার্ক ভুলে যাব। এটা হতেই পারে। আমার মনে হয় আমরা এখনও খুব ভালো দল ওয়ানডেতে। একটা-দুটা ম্যাচে হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে আমরা গত দুই তিন ম্যাচে যা হয়েছে তার চেয়ে ভালো দল।

তামিমের অধিনায়কত্বে বাংলাদেশ দলের ওয়ানডে জয়ের রেকর্ডটা বেশ ভালো। বিশেষ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। তার দায়িত্ব ছাড়ার পর প্রথম তিন ম্যাচে কেমন দেখলেন ক্যাপ্টেন সাকিবকে? দলের সাথে না থাকায় এই প্রশ্নের উত্তর দিতে চাননি তামিম। তিনি বলেন, আমি এটা করতে চাই না। আমার মনে হয় নতুন অধিনায়ক ও ম্যানেজমেন্টের অবশ্যই ভালো পরিকল্পনা আছে। ওরা ওইভাবে করে আগাচ্ছে। যখন দলে ঢুকবো তখন দেখবো।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*