সব কিছু ঠিকঠাক থাকলে, পুজোর ঠিক আগেই তিলোত্তমা মাতাতে আসছেন রোনাল্ডিনহো


কয়েক মাস আগেই আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ শহরে এসে মাতিয়ে দিয়েছিলেন তিলোত্তমাকে। এবার পালা এক ব্রাজিলীয় তারকার। সব ঠিক থাকলে দুর্গাপুজোর বাদ্যির সঙ্গে এবার রোনাল্ডিনহো আবেগে ভাসতে চলেছে কলকাতা। সম্ভবত আগামী মাসের গোড়াতেই শহরে পা রাখতে চলেছেন রোনাল্ডিনহো গাউচো।

কিছু দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল রোনাল্ডিনহো কলকাতায় আসছেন আক্টোবরের গোড়ায়। তা নিয়ে জোর চর্চাও চলছিল। তবে জানা গিয়েছে, নিশ্চিত করে বলা না গেলেও রোনাল্ডিনহোকে আনার চেষ্টা চলছে। তবে পুজোর ঠিক আগে। তাঁকে আনছেন শতদ্রু দত্ত। যিনি মেসি, মারাদোনা, মার্টিনেজদের নিয়ে এনেছেন।

কিছুদিন আগেই বিশ্বজয়ী আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় এনেছিলেন। এ বার রোনাল্ডিনহোর জন্য চেষ্টা চালাচ্ছেন, ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন শতদ্রু।

আরও পড়ুন: ডেভিডের জোড়া গোল, মিনি ডার্বিতে হারল লাল-হলুদ, ম্যাচ শেষে দুই দলের ফুটবলারদের হাতাহাতি

ইন্ডিয়ান এক্সপ্রেসকে শতদ্রু দত্ত বলেছেন, ‘অনেক জায়গাতেই অনেক রকম খবর ছড়ায়। কলকাতায় কে আসবে, এই নিয়ে নানা জল্পনা। আপাতত এটুকু বলতে পারি, রোনাল্ডিনহোর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। ওই রোনাল্ডিনহোর ম্যানেজার। পুজোর আগে রোনাল্ডিনহোকে আনার একটা পরিকল্পনা চলছে।’

ফুটবলকে ঘিরে কলকাতার আবেগ বরাবরই আকাশছোঁয়া। পেলে থেকে, গার্ড মুলার, অলিভার কান, দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি, মার্টিনেজরা কলকাতায় পা রেখেছেন। শহরকে মাতিয়ে ফিরে গিয়েছেন। রোনাল্ডিনহো আসলে, সেই তালিকায় আর একজন কিংবদন্তির নাম যোগ হবে।

আরও পড়ুন: Champions League-এর শুরুতেই বড় জিত বার্সার, পিছিয়ে পড়েও জিতল সিটি, জয় পিএসজি-রও

শতদ্রু জানিয়েছেন, পুজোর আগে ১৬, ১৭ বা ১৮ অক্টোবর নাগাদ রোনাল্ডিনহোকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে এখনও কিছুই নিশ্চিত নয়। সব ঠিকঠাক যদি এগোয়, তাহলে পুজোর আগেই উৎসবের ঢাকে কাঠি পড়বে। রোনাল্ডিহো মাতিয়ে যাবে তিলোত্তমাকে। আর সেই আশায় প্রহর গোনা শুরু ফুটবলপ্রেমী বাঙালির।

শতদ্রু দত্ত আরও বলেন, ‘আমরা চাইছি, পুজোর আগে ওকে আনতে। ১৬, ১৭, ১৮ অক্টোবর- এই সময়ে। রোনাল্ডিনহোরও কিছু কমিটমেন্ট রয়েছে। আলোচনা চলছে।’

জানা গিয়েছে, রোনাল্ডিনহো এলে যথারীতি তারও একেবারে ঠাঁসা সূচি থাকবে। তিন দিনের সফরে এসে কলকাতার দুই প্রধান- ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে যেতে পারেন তিনি। এছাড়াও পুজো মণ্ডপে দেখা মিলতে পারে ব্রাজিলিয়ান তারকাকে। নরেন্দ্রপুর গ্রিনপার্কের দুর্গা পুজো মণ্ডপ তৈরি হচ্ছে কাতার বিশ্বকাপ ফাইনালের ভেনু লুসেইল স্টেডিয়ামের আদলে। সেই মণ্ডপে যেতে পারেন রোনাল্ডিনহো। মোদ্দা কথা, পুজো শুরুর আগে থেকেই কলকাতা ভাসবে আনন্দ-উচ্ছ্বাস আর ফুটবলের আবেগে।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*