সন্তানকে লা লিগার অ্যাকাডেমিতে ভরতি করবেন? রাজ্যের কোথায় খুলছে?


রাজ্যের শিল্পে লগ্নি টানতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে গিয়েছেন। দুবাই হয়ে মাদ্রিদে পৌঁছেছেন তিনি। সেখানে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যের শালবনিতে ইস্পাত কারখানা খুলবেন বলে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর শিল্পে লগ্নি টানার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও উন্নতি করার বিষয়ে স্পেনের বিখ্যাত ফুটবল আয়োজক সংস্থা লা লিগার সঙ্গে কথাবার্তা চালিয়েছেন। সেখানেই সিদ্ধান্ত হয় লা লিগা পশ্চিমবঙ্গে তাদের একটি অ্যাকাডেমি খুলবে। যেখানে স্থানীয় প্রতিভাদের তুলে এনে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই জন্য লা লিগা কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে একটি মাঠ চেয়ে আবেদন করে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়াম তাদের হাতে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন ভারতীয় ফুটবলের অনেকটাই উন্নতি হয়েছে বলে মনে করেন ফুটবল মহল। জাতীয় ফুটবল দল সম্প্রতি পরপর তিনটে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। কিছুদিন পরে শুরু হতে চলা এশিয়ান গেমসেও অংশগ্রহণ করবে তারা। তবে বাংলা থেকে সেই ভাবে কোনও উল্লেখযোগ্য মুখ ফুটবল দলে উঠে আসেনি। কিন্তু এই পশ্চিমবঙ্গেই রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের মতো ঐতিহ্যশালী দল। এই বাংলা থেকে চুনি গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়ের মত স্বনামধন্য ফুটবলাররা তৈরি হয়েছেন। যারা ভারতীয় ফুটবল দলকেও নেতৃত্ব দিয়েছেন।‌ তবে ময়দানের তিন প্রধান ছাড়া সেইভাবে বাঙালি ফুটবলারদের দেখা যায় না। সেখানেও এখন বিদেশীদের আধিক্য।

সেই দিকে খেয়াল রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফুটবলের উন্নতির জন্য লা লিগা ও রিয়েল মাদ্রিদের মত ক্লাবগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। এই পরিস্থিতিতেই লা লিগা পশ্চিমবঙ্গে তাদের একটি অ্যাকাডেমি খোলার কথা জানায়। তবে তার জন্য দরকার ছিল একটা স্টেডিয়ামের। একথা জানার পরেই তৎপর হয়ে ওঠে রাজ্য প্রশাসন। ঠিক করা হয় সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়াম তুলে দেওয়া হবে লা লিগার হাতে। যেমন ভাবা তেমনি কাজ ইতিমধ্যেই তাদের হাতে স্টেডিয়াম তুলে দেওয়ার কাজকর্ম শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি এই স্টেডিয়ামের বিপুল সংস্কার করা হয়। এখন দেখার বিষয় এটাই লা লিগা কবে থেকে তাদের কাজ শুরু করে ও এই অ্যাকাডেমি কতটা সফল হয়।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*