শান্তর এশিয়া কাপ শেষ, ফিরছেন দেশে


এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপে আর খেলা হবে না এই ক্রিকেটারের। এ কারণে দেশে ফিরে আসছেন তিনি। ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

শান্তর জায়গায় দলে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে শান্ত লেখেন, এশিয়া কাপে আমার জার্নি শেষ।

এশিয়া কাপের এবারের আসরে ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন শান্ত। দুই ম্যাচ খেলে ১৯৩ রান করেছেন এই ব্যাটার। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৮৯ রানের ইনিংস। আর আফগানিস্তানের বিপক্ষে হাকিয়েছেন শতক, খেলেন ১০৪ রানের ইনিংস।

/এমএন





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*