
IPL 2021 আজকের ম্যাচে প্রতিপক্ষ থাকছে কলকাতা নাইট রাইডার্স এর দিল্লি ক্যাপিটালস যেখানে ম্যাচটি অবশ্যই দুপুর 3:30 থেকে শুরু হচ্ছে এবং শারজাহ সেই মাঠে হচ্ছে। ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে রাসেল কে নিয়ে। আপনাদেরকে জানিয়ে দেয় শেষ ম্যাচ চেন্নাই এর বিপক্ষে 17 ওভার মাথায় আন্দ্রে রাসেল ফিল্ডিং করতে গিয়ে তার পায়ে চোট পায়। এবং তারপরে সে উঠে যায় মাঠ থেকে এবং দিল্লি ম্যাচে খেলবে কিনা পুরোপুরি কনফার্ম নয় সে পুরোপুরি আপাতত ফ্রিজ নয় সেটা আপাতত জানা যাচ্ছে ইতিমধ্যেই।
আপনাদেরকে জানাই আজকে আন্দ্রে রাসেলের পরিবর্তে অবশ্যই হয়তো দলে আসতে পারে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে শারজাহ আমার কিন্তু খুবই উইকেট স্লও থাকছে থাকবে অর্থাৎ স্পিনার যে দলের ভালো থাকবে সেই কিন্তু জিতবে এই ম্যাচে । আপনাদেরকে জানাই এই ম্যাচটি কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর যেটা অবশ্যই দরকার কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবেন। আশা করি এই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স ভালো খেলতে পারবে সাকিব আল হাসান।
Leave a Reply