রাকিবের গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারলো না বাংলাদেশ


গোল করার পর বাংলাদেশ দলের উদযাপন। ছবি: সংগৃহীত

রাকিবের গোলে লিড নিলেও ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্বকাপ প্রাক বাছাইপর্বের ফিরতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলছে বাংলাদেশ।

সন্ধ্যা পৌনে ৬টায় ঘরের মাঠে খেলতে নামে বাংলাদেশ-মালদ্বীপ। শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক গোল করেন এগারো নম্বর জার্সি পরিহিত রাকিব হোসেন। পরের মিনিটে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ হারায় হাভিয়ের কাবরেরার দল। তবে ৩৬ মিনিটে মালদ্বীপের আইসাম গোল করে সমতায় ফেরায় সফরকারীদের। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গেছে দু’দল। দ্বিতীয়ার্ধের খেলা এখনও বাকি।

এই ম্যাচের জয়ী দল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে খেলার সুযোগ পাবে। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় আজকের ম্যাচে নির্ধারিত সময়ে খেলা নিস্পত্তিহীন থাকলে ফল নির্ধারণ হবে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর মালেতে বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডের প্রথম পর্বের ম্যাচে বদলি নামা সাদউদ্দিনের গোলে সমতা নিয়ে ফিরেছিল বাংলাদেশ।

/এএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*