মোরসালিনদের সুযোগ হারানোর ম্যাচে আফগানদের রুখে দিলো বাংলাদেশ


ছবি: সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী আফগানিস্তানের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও গোল বের করতে পারেননি রাকিব-মোরসালিনরা। ম্যাচে মুহুর্মুহু আক্রমণ করেও মোরসালিন-রাকিবদের শিশুসুলভ মিসে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ক্যাবরেরার শিষ্যদের।

রবিবার (৩ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসা আফগানদের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের প্রথম ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে কিংস অ্যারেনায়। দেশের ঘড়োয়া ফুটবলে স্টেডিয়ামে দর্শক দেখা না গেলেও আজকের ম্যাচে দর্শকদের উপস্থিতি ও সমর্থন শক্তি জুগিয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ শানায় স্বাগতিকরা।

ম্যাচের ১৭ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে মোরসালিনের শট ক্লিয়ার করেন আফগান ডিফেন্ডার। ২২ মিনিটে দারুণ এক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। মোরসালিনের বাড়িয়ে দেয়া বল ডি বক্সের ভেতর পেয়ে যান রাকিব। তার শট ব্লক করে দলকে রক্ষা করেন আফগানিস্তানের মোসওয়ার আহাদি। এরপর পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে আফগানিস্তানও। ডিফেন্ডার তারিক কাজী এ যাত্রা রক্ষা করেন বাংলাদেশকে।

ম্যাচের ২৮ মিনিটে গোলরক্ষকের ভুলে বড় বিপদ হতে পারতো আফগানিস্তানের। ডি বক্স ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছিলেন ফয়সাল আহমাদ আহাদি। সেই সুযোগ কাজে লাগাতে মোরসালিনের উদ্দেশে লম্বা করে বল বাড়ান রাকিব। তবে তার বল পাওয়ার আগেই ক্লিয়ার করে দেন আফগান গোলরক্ষক। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুইদল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি তৈরি করেন রাকিব। ছোট বক্সের ভেতর থেকে রাকিব বল বাড়ান মোরসালিনের দিকে। ফাঁকা জায়গায় একা দাঁড়িয়ে থাকা মোরসালিন ক্রসবারের ওপর দিয়ে শত মারলে সহজ সুযোগটি নষ্ট হয়। চোট পেয়ে ৫৮ মিনিটে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারেক কাজী। তিন মিনিট পর জামাল ভূঁইয়ার পরিবর্তে সাদ উদ্দিনকে মাঠে নামান ক্যাবরেরা। তারেকের বদলে নামেন ফয়সাল আহমেদ ফাহিম।

মাঠে নেমেই পরের মিনিটে ফাহিম আক্রমণে উঠেছিলেন। অতি সহজ গোলের সুযোগ নষ্ট করেন রাকিব। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে হেড নিতে গিয়ে ইনজুরিতে পড়েন মোহাম্মদ হৃদয়। আঘাত গুরুতর পাওয়ায় ৬২ মিনিটে মাঠ ছেড়ে যান। তার পরিবর্তে নামেন মজিবর রহমান জনি। ৮০ মিনিটে মোরসালিনের জায়গায় রবিউল হাসান মাঠে নামেন। ম্যাচে এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে গড়ালেও জালের দেখা খুঁজে পায়নি কোনো দল শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে ক্যারেরার শিষ্যরা।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*