
Messi PSG পিএসজি বনাম মোনাকো ম্যাচে 2-0 দুর্দান্ত জয় পেল প্যারিস সেইন্ট-জার্মেইন। যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় মেসির জন্য এমবাপে জোড়া গোল পেল। যেখানে লিগ ওয়ানডে ম্যাচে আবারো একটা বড় জয় পেল এবং মেসি এমবাপের একটা নতুন জুটি দেখা গেল। যেখানে এমবাপের দুটি গোল ছিল 12 মিনিটের মাথায় পেনাল্টিতে প্রথম গোল দেয় এমবাপে এবং দ্বিতীয়তো 45 মিনিটের মাথায় গোল দেয় সেই এমবাপে এবং সেই অ্যাসিস্ট করেছিলেন মেসি। হাফটাইম খেলা শেষে 2-0 থাকলেও হাফটাইমের পরে আর কোন গোল দেখা যায়নি এই ম্যাচে এবং খেলার ফলাফল শেষ পর্যন্ত একই রয়ে যায় অর্থাৎ 2-0।
এই ম্যাচে কিন্তু এমবাপে গোল পায় পুরোপুরি মেসির জন্য তার কারণ মেসি প্রথম তো পেনাল্টি এমবাপেকে করতে দেয় দ্বিতীয়তঃ অ্যাসিস্ট্ সেই ম্যাচে মেসির। এবং এই ম্যাচটি জিতে আপাতত লিগের পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন। এবং এবছরের যা পারফরমেনস রয়েছে তাতে করে নেইমার কিন্তু অবশ্যই চোট থাকলেও তার অভাব বুঝতে দিচ্ছে না মেসি- এমবাপ্পে
Leave a Reply