মেসির খেলা আবার কবে এবার শক্তিশালী প্রতিপক্ষ সামনে

ইতিমধ্যেই আপনারা জানেন যে মেসি শেষ ম্যাচটি খেলেছেন 10 এ সেপ্টেমবর সেই বলিভিয়ার বিপক্ষে যেখানে তিনি  বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দুর্দান্ত hat-trick করেছিল। এবং সেপ্টেম্বরে তিনি জাতীয় দলের মোট তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল যেখানে দুটি ম্যাচ হয়েছে। এবং সেই দুটি ম্যাচে জিতে গেছে মেসির আর্জেন্টিনা। এবং 11 ই সেপ্টেম্বর তিনি সরাসরি রওনা দেয় প্যারিসের দিকে। কিন্তু প্যারিসের শেষ ম্যাচের তাকে দেখা যায়নি শুধু মেসি নয় নেইমার ডি মারিয়া রামোস কেউ দেখা যায়নি সেই ম্যাচে ।

কিন্তু শেষ পর্যন্ত অবশ্য মেসির পরের ম্যাচে মেসি খেলবে বলে জানা গিয়েছে যেখানে আপনাদেরকে জানাই পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চলেছে PSG। এবং প্যারিসের পরের ম্যাচটি সেই হতে চলেছে ফুটবল ক্লাব ব্রুজ্ঞে এ ক্লাবটি অবশ্যই বেলজিয়ামের ক্লাব এবং এরা গ্রুপ ‘এ’ । এই ম্যাচটি আপনারা 16 সেপ্টেম্বর  মধ্যরাত থেকে ম্যাচটি দেখতে পাবেন এবং এই ম্যাচ দিয়েই PSG শুরু হবে এ বছরে চ্যাম্পিয়ন লিগের ম্যাচ। Messi PSG হয়ে অবশ্য এই ম্যাচে দেখা যাবে যেখানে আপনাদেরকে জানাই শুধুমাত্র আগের ম্যাচে বিশ্রামে ছিল তার কারন সে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলবে বলে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*