মুম্বইয়ের বিরুদ্ধে বাগানের জয় অধরা, Durand-এ পাশা বদলানোর ম্যাচে ফিরছেন দিমিত্রি, ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ সবুজ-মেরুনের


হোম হোক বা অ্যাওয়ে ম্যাচ, এখনও পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে জয় অধরা মোহনবাগানের। আগের বছর ডুরান্ডে এগিয়ে গিয়েও সেই কাঙ্ক্ষিত জয় আসেনি। হেরেই মাঠ ছাড়তে হয়েছিল। এবার বাগানের সামনে সম্মানরক্ষার পাশাপাশি পাশা বদলানোর লড়াই। সেই লড়াইয়ের আগে জেসন কামিন্সের একটি মন্তব্য নিয়ে তোলপাড় গোটা কলকাতা ফুটবল।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আনোয়ার আলিকে নিয়ে জেসন কামিন্স বড় দাবি করেছেন। তিনি সার্জিয়ো র‌্যামোসের সঙ্গে আনোয়ারের তুলনা করেছেন। তিনি বলেছেন, আনোয়ার আলি ভারতের সার্জিয়ো র‌্যামোস। যা নিয়ে উত্তাল ফুটবল মহল। তবে এই সব বাগানের কাছে এখন খুব বড় বিষয় নয়। এখন তাদের লক্ষ্য একটাই, মুম্বই সিটিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা করা।

এএফসি কাপে জোড়া জয় পেয়ে আত্মবিশ্বাস বেড়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। তার উপর ঢাকা আবাহনীর বিরুদ্ধে শেষ ম্যাচে গোল পেয়েছেন দুই তারকাই- কামিন্স এবং সাদিকু। প্রথম বার নেমেই নজর কেড়েছেন হেক্টর ইউস্তে। চোখের সংক্রমণ সারিয়ে প্র্যাকটিসে যোগ দিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। এগুলোকেই ইতিবাচক হিসেবে ধরে নিয়ে রবিবাসরীয় সন্ধেয় মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের নিংড়ে দিতে মরিয়া সবুজ-মেরুন।

তবে ম্যাচের আগে ফেরান্দো বলেছেন, ‘আমাদের প্রাক মরশুম প্রক্রিয়া এখনও চলছে। ফুটবলারদের অনেকেই নতুন। বোঝাপড়া গড়ে উঠতে একটু সময় লাগবে। শেষ দুই ম্যাচে অনেকটাই গুছিয়ে নিয়েছি। আরও কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। তবে মুম্বইকে হারাতে পারব না, এমন ভাবার কারণ নেই। নতুন দল, নতুন পরিবেশ, নতুন টুর্নামেন্ট। ফুটবলারদের মধ্যে মুম্বই মিথ নিয়ে কোনও মেন্টাল ব্লকেজ নেই। অনেকেই সবুজ মেরুন জার্সিতে প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে। সবাই জেতার জন্য মরিয়া।’

মুম্বই নিঃসন্দেহে বড় কাঁটা। তা সত্ত্বেও এই ম্যাচটিকেও এএফসি কাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন বাগানের স্প্যানিশ কোচ। এএফসি কাপের কথা মাথা রেখেই চোট-আঘাত বাঁচিয়ে খেলার কথা ভাবছেন তিনি। তার পরেও জিততে নাকি টিম মরিয়া থাকবে। ফেরান্দো বলেছেন, ‘আমাদের আসল লক্ষ্য এএফসি কাপ। সেই জন্য চোট-আঘাত বাঁচিয়ে খেলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য দল তৈরি করছে মুম্বই সিটি। দু’দলের কাছেই ভালো প্রস্তুতি ম্যাচ হবে। মুম্বই শক্তিশালী প্রতিপক্ষ। ওদের উইং বেশ কার্যকর। ছাংতে, বিপিন, আকাশদের মতো সফল ভারতীয় ফুটবলার রয়েছে। স্টুয়ার্টের মতো বিদেশি আছে। আমরাও দু’টি ম্যাচ খেলে অনেকটাই তৈরি। হাড্ডাহাড্ডি লড়াই হবে।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*