
ছবি: সংগৃহীত
মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্বকাপ প্রাক বাছাইপর্বের ফিরতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় পর্বে যাওয়ার সুবাদে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে হাভিয়ের কাবরেরার দল। ম্যাচটিতে হারলে এক বছরের জন্য ফুটবল থেকে নির্বাসনে চলে যেতো বাংলাদেশ।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী অসাধারণ ফুটবল উপহার দিলো বাংলাদেশ! সন্ধ্যা পৌনে ৬টায় ঘরের মাঠে খেলতে নামে দু’দল। শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক গোল করেন এগারো নম্বর জার্সি পরিহিত রাকিব হোসেন। পরে গোলের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হেলায় হারায় জামাল ভূঁইয়ারা। তবে ৩৬ মিনিটে মালদ্বীপের আইসাম গোল করে সমতায় ফেরায় সফরকারীদের। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় বাংলাদেশ। গোল করে বাংলাদেশকে আবারও লিড এনে দেন ফয়সাল হোসেন ফাহিম। ম্যাচে পিছিয়ে পড়ে মুহুর্মুহু আক্রমণ করতে থাকে মালদ্বীপ। তবে ম্যাচের ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন টাইগারদের মিডফিল্ডার সোহেল রানা। দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ।
দশজনের দলকে পেয়ে আরও আক্রমণাত্নক হয়ে খেলতে থাকে মালদ্বীপ। তবে কাউন্টার অ্যাটাক থেকে বেশকিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষপর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর মালেতে বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডের প্রথম পর্বের ম্যাচে বদলি নামা সাদউদ্দিনের গোলে সমতা নিয়ে ফিরেছিল বাংলাদেশ। আজকের জয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলো ফাহিম-রাকিবরা।
/এএম
Leave a Reply