মায়োর্কায় পা হড়কালো বার্সেলোনা, গোল পেলো রাফিনহা-লোপেজ


ড্র করেছে বার্সেলোনা। ছবি: সংগৃহীত

দুর্বল মায়োর্কার কাছে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি।

ঘরের মাঠে ম্যাচের ৮ মিনিটেই মায়োর্কাকে এগিয়ে দেন ভেদাত মুরিকি। এরপর সমতায় ফিরতে বেশ কয়েকটি আক্রমণ সাজায় বার্সেলোনা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি ক্লাবটি। ৪১ মিনিটে দূরপাল্লার শটে সমতা আনেন রাফিনহা। তবে বিরতির আগে আবদোন প্রেটসের করা গোলে আবারও লিড নেয় মায়োর্কা।

বিরতির পর বারবার আক্রমণ শানিয়েও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে ৭৫ মিনিটে বার্সেলোনা কাঙ্ক্ষিত গোলের দেখা পায়, দলকে সমতায় ফেরান ফারমিন লোপেজ। ৮০ মিনিটে লারনিন গোলের সুযোগ নষ্ট করলে জয় পাওয়া হয়নি স্বাগতিকদের। উল্টো ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাবলো মাফেও।

ড্র করলেও ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান বার্সেলোনার। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে মায়োর্কা।

/এএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*