ভিন্ন ম্যাচে মাঠে নামছে ম্যানসিটি,বার্সেলোনা; নিউক্যাসলে প্রতিপক্ষ লিভারপুল


ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আরেক ম্যাচে রাত সাড়ে ৯টায় নিউক্যাসেলের আতিথ্য নেবে লিভারপুল। লা লিগায় একই সময় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

চ্যাম্পিয়ন দলের শুরুটা তো চ্যাম্পিয়নদের মতোই হওয়া চাই। হয়েছেও তাই। টানা দুই জয়ে মৌসুম শুরু করেছে পেপ গার্দিওলার ম্যানসিটি। এবার টেবিলের শীর্ষে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে হাল্যান্ড-গ্রিলিশদের সামনে।

অন্যদিকে, সিটিজেনদের প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেডের প্রিমিয়ার লিগে ফেরাটা অবশ্য মোটেও ভালো হয়নি। প্রথম দুই ম্যাচের দু’টিতেই হার। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দলটির বিপক্ষে পরিস্কার ফেভারিট সিটিজেনরা। সবশেষ ৬ দেখায় শেফিল্ডের বিপক্ষে হার নেই সিটিজেনদের। ২০০৬ সালের পর থেকে সিটিকে হারাতে পারেনি শেফিল্ড ইউনাইটেড।

এদিকে, চেলসির বিপক্ষে ড্র করে মৌসুমের শুরুটা ভালো না হলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় লিভারপুল। ইপিএলের তৃতীয় ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিতলে টেবিলের চারে উঠে আসবে অলরেডরা। সেই সাথে সবশেষ ১৩ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে হার নেই লিভারপুলের। ২০১৫ সালের পর থেকেই জয়ের খোঁজে নিউক্যাসল।

লিভারপুলের মতোই লা লিগা জায়ান্ট বার্সেলোনার মৌসুমের শুরুটা ভালো হয়নি। গেতাফের বিপক্ষে ড্র দিয়ে শুরু করে কাদিজের বিপক্ষে অবশ্য জয়ে ফিরেছে কাতালানরা। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে পরিসংখ্যানে বেশ এগিয়ে বার্সেলোনা। ৫০ বারের দেখায় ৩১ জয়ের বিপরীতে হার ৯টা। ড্র হয়েছে বাকি ১০ ম্যাচ।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*