
T20 World Cup সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে India vs Pakistan ম্যাচটি। যেখানে 24 শে অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচটি শুরু হচ্ছে। ভারত বনাম পাকিস্তানের ম্যাচ টি ভারতের যে তার জন্য প্রথম একাদশ কেমন হতে চলেছে অবশ্য এখানে আপনাদেরকে জানাতে চলেছি। যেখানে ভারত চাইবে যে ছটি বলা নিয়ে খেলানো তার কারণ পাকিস্তানের যেইভাবে হোক হারাতে হবে। এবং এই দলে চারটি পেসার নিয়ে মাঠে নামার তার কারণ এই ম্যাচটি হতে চলেছে দুবাইয়ে। যেখানে স্পিনার এর থেকেও বেশি সাহায্য পাবে জোরে বলার রা।
- রোহিত শর্মা
- লোকেশ রাহুল
- বিরাট কোহলি
- রিশাব পান্ত
- সূর্য কুমার যাদব
- হার্দিক পান্ডিয়া
- রবীন্দ্র জাদেজা
- শার্দুল ঠাকুর
- মোহাম্মদ সামি
- জাসপ্রিত ভোমরা
- বরণ চক্রবর্তী
এই ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম একাদশ আশা করি এই দল নিয়েই পাকিস্তানকে হারাবে। তার কারণ সংযুক্ত আরব আমিরশাহী তে এবছরের আইপিএলে এই সব পেলেয়ারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে। আপনাদের মতামত অবশ্যই প্রথম একাদশ নিচে কমেন্টে জানান পাকিস্তানের বিপক্ষে ভারতের কোন একাদশ নিয়ে মাঠে নামলে জিতবে।
Leave a Reply