ব্যাটিংয়ের ছন্দ খুঁজে পাচ্ছে না টাইগাররা, কিউইদের বিপক্ষে বড় হারে দিতে হলো মাশুল


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। নিউজিল্যান্ডের দেয়া ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের ইনিংস গুটিয়ে যায় ১৬৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের ব্যাটিং লাইন একাই ধসিয়ে দেন কিউই লেগ স্পিনার ইশ সোধি। একাই তুলে নিয়েছেন ৬ উইকেট।

শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২৫৪ রান করে নিউজিল্যান্ড। ২৫৫ রান তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। ছন্দে ফেরার লড়াইয়ে থাকা লিটন মাত্র ৬ রান করে কাইল জেমিনসনের বলে ক্যাচ দেন রাচিন রবীন্দ্রর হাতে। এরপর তামিম ইকবালের সঙ্গে তানজিদ তামিমের জুটি বেশ দ্রুতই রান যোগ করে স্কোরবোর্ডে। ২২ গজে প্রত্যাবর্তনটা খারাপ হয়নি তামিম ইকবালের। ৪৪ রানের ইনিংসটিতে বেশ সাবলীল ছিলেন সাবেক অধিনায়ক।

তবে ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিম। ১৬ রান করে সোধির বলে ক্যাচ তুলে দেন লকি ফার্গুসনের হাতে। চার নম্বরে ব্যাট করতে নামেন দুই বছর পরে ওয়ানডে দলে ফেরা সৌম্য সরকার। সুযোগ পেয়েও হেলায় হারিয়েছেন তিনি। খেলেছেন কেবল দুই বল, রানের খাতা না খুলেই সোধির বলে কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই শোধির ঘূর্ণিতে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৪ রান করেন এ ডানহাতি ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এরপর চাপ সামাল দেন তামিম ইকবাল। কিন্তু দলকে বিপদে ফেলে বিদায় নেন তামিম। সোধির করা লেগ স্ট্যাম্পের বল সুইপ খেলতে গিয়ে গ্লাভসে লেগে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ৭টি চারের সাহায্যে ৪৪ রান করেন তামিম ইকবাল। ৯২ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলাদেশ।

অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন দীর্ঘদিন পর দলে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন মেহেদী। এই জুটিতে দু’জন যোগ করেন ৪২ রান। ব্যক্তিগত ১৭ রানে নিউজিল্যান্ডের লেগস্পিনার সোধির বলে বোল্ড
হয়ে মেহেদী ফিরলে ভাঙ্গে জুটি। একইসঙ্গে টাইগারদের জয়ের সম্ভাবনাও ক্ষীণ হয়।

বিরতিতে বাংলাদেশের উইকেট পড়লেও মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে থাকায় কিছুটা স্বস্তি ছিলো টাইগার শিবিরে। তবে ব্যক্তিগত ৪৯ রানে ম্যাককঞ্জির ওয়াইড বলে বাজে শট খেলে ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শেষদিকে স্পিনার নাসুম আহমেদের ৩০ বলে ২১ রানের ছোট ইনিংসটি কেবলই হারের ব্যবধান কমাতে পেরেছে। তাই তো বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো টাইগারদের। সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। এর আগে বৃহস্পতিবার প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

/এনকে





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*