বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন কিন্তু ওজন তুলবেন না মীরাবাই চানু‍


 গত টোকিয়ো অলিম্পিকে ভারত তার প্রথম পদক পেয়েছিল উত্তরপূর্বের তরুণী ভারোত্তোলক মীরাবাই চানুর হাত ধরে। সামনেই রয়েছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক। যেখানেও মীরাবাইয়ের হাত ধরে পদক জয়ের আশা দেখছেন ভারতীয় সমর্থকরা। ভারোত্তোলনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করছেন না মীরাবাই। ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি প্যারিসের যোগ্যতা অর্জন করতে পারবেন মীরাবাই? বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইতে না নামলেও প্রতিযোগিতরা বাইরে ‘ওয়েই-ইন’ নামক বিকল্পটি তাঁকে অবশ্যই নিতে হবে। পাশাপাশি ডোপ টেস্টও করাতে হবে তাঁকে । তাহলেই প্যারিসে যাওয়ার রাস্তা খোলার সুযোগ থাকবে তাঁর সামনে।

প্রসঙ্গত চোটের কারণে কমনওয়েলথ গেমসে ও খেলতে পারেননি মীরাবাই। তাঁর লক্ষ্য এবার এশিয়ান গেমসে পদক জয়। আর সেই কারণেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় নামবেন না তিনি। এশিয়ান গেমসের জন্য নিজেকে ফিট রাখতেই তাঁর এই সিদ্ধান্ত। তবে ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নকে এই ইভেন্টে উপস্থিত হতে হবে। পাশাপাশি তাঁর বিভাগ অর্থাৎ ৪৯ কেজিতে ‘ওয়েই-ইন’ করতে হবে। রিয়াধে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। প্যারিস অলিম্পিকে খেলতে গেলে এই প্রতিযোগিতায় খেলা বাধ্যতামূলক। তবে নিয়মানুযায়ী মূল প্রতিযোগিতায় অংশ না নিলেও ‘ওয়েই-ইনে’ অংশ নিতেই হবে প্যারিস অলিম্পিকে খেলতে গেলে।

যা খবর পাওয়া যাচ্ছে তাতে এই ‘ওয়েই-ইনে’ গ্রুপ-ডি’তে রয়েছেন চানু। তাঁর প্রবেশের যে ওজন যোগ্যতামান হিসেবে রাখা হয়েছে তা রয়েছে মাত্র ৬০ কেজি। তাঁর পশ্চাতদেশের চোটের কারণে তাঁকে অপারেশন করাতে হয়েছিল। তারপরে পুর্নবাসনের সময় কাটিয়ে গত মে মাসে প্রতিযোগিতায় ফিরেছেন তিনি। উল্লেখ্য গত ডিসেম্বরেই তাঁর পশ্চাতদেশে অস্ত্রোপচার হয়েছিল।আর সেই কারণেই কমনওয়েলথ গেমসেও খেলা হয়নি তাঁর। প্রসঙ্গত ‘ওয়েই-ইন’ হল এমন একটি নিয়ম যা মূল প্রতিযোগিতা শুরুর ২ ঘন্টা আগে করা হয়। এর মাধ্যমে নিশ্চিত করা হয় প্রতিযোগী যে বিভাগে লড়ছে সেই বিভাগের জন্য যেন তাঁর ওজন বেশি না হয়। ‘ওয়েই-ইন’এ কোচ তাঁর প্রতিযোগীর গলায় থাকা কার্ডে লিখে দেন যে তিনি কতটা ওজন তুলতে চলেছেন প্রতি রাউন্ডে (স্ন্যাচ,ক্লিন অ্যান্ড জার্ক)।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*