বিশ্বকাপ বাছাইয়ে ভিনিসিয়াসের বদলি রাফিনিয়া


ভিনির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রাফিনিয়া। ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন ব্রাজিল দলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ফলে ২০২৬ বিশ্বকাপের আসন্ন দুই কোয়ালিফায়ার ম্যাচে খেলতে পারবেন না এই তারকা উইঙ্গার। এমনটাই জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ভিনির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রাফিনিয়া।

একের পর এক মাথা ব্যথা ঘিরে ধরছে দলটিকে। দারুণ ছন্দে থাকা দলটি ব্যর্থ হয়েছে নিজেদের হেক্সা মিশনে। দলের দায়িত্ব ছেড়েছেন কোচ তিতে। এরপর থেকেই দলের জন্য সঠিক কোচ খুঁজে বাড়িয়েছে দেশটি। অবশেষে বিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা কার্লো আনচেলোত্তিকেই প্রস্তাব করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। পরের বছর থেকে ব্রাজিলের দায়িত্ব নিবেন তিনি।

অন্তবর্তীকালীন কোচের অধীনে দুর্দশা যেন কাটছেই না সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের। তবে সেলেসাওদের এই মুহূর্তে সব থেকে বড় মাথাব্যথা ইনজুরি তালিকা। নেইমার জুনিয়রকে সবসময় পাওয়া যায় না। বেশির ভাগ সময় অ্যাঙ্কেল ইনজুরিতে মাঠের বাইরে থাকতে হয় এই তারকা খেলোয়াড়কে। বিশ্বকাপে আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত দলে বহুদিন পর নেইমার ফিরলেও তার সম্পূর্ণ ম্যাচ ফিটনেস নিয়ে এখনও রয়েছে শঙ্কা। ফলে এমন অবস্থায় ভিনিকে হারানো বড় ধাক্কা হয়ে এসেছে দলের জন্য।

ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন এই তারকা ফুটবলার। আগের মৌসুমে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় পার করেছেন ভিনি। এবারের মৌসুম শুরুর দিকেও সকলের নজর কেড়েছেন। তবে সেল্টা ভিগোর সাথে শেষ ম্যাচে চোট পান এই উইঙ্গার। যদিও তার চোট খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছিলেন কোচ আনচেলোত্তি। তবে এরপরেই তারকা ফরোয়ার্ডকে দল থেকে সরিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিল মূল দল থেকে সরিয়ে দেওয়া হল। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার রিয়াল মাদ্রিদের চিকিৎসা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ক্লাবটি লাসমারকে ভিনিসিয়াসের স্ক্যান রিপোর্ট পাঠিয়েছে। রিপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে ভিনিসিয়াসের ডান ঊরুর মাংসপেশির চোট সম্পর্কে। এ কারণে তিনি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড খেলতে পারবেন না। তার জায়গায় কোচ ফার্নান্দো দিনিজ রাফিনিয়াকে দলে নিয়েছে।

আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে প্রথমে নাম ছিল না রাফিনিয়ার। তবে ভিনিসিয়াসের ইনজুরি কপাল খুলেছে আল-আরাবিতে খেলা এই ফুটবলারের।

/এএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*