
বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে আবার সামনে এসেছে সাকিব-তামিম দ্বন্দ্ব। বড় টুর্নামেন্টের আগে দুই সিনিয়র খেলোয়াড়ের মতের অমিল বিপাকে ফেলেছে ক্রিকেট বোর্ডকে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে সমস্যা সমাধানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি বৈঠক করেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্দিকা হাথুরুসিংহে। তবে প্রায় ঘন্টাখানেকের বৈঠকে কী আলোচনা হয়েছে সেবিষয়ে গণমাধ্যমের সঙ্গে কেউই কথা বলেননি।
গুঞ্জন রয়েছে, আসন্ন বিশ্বকাপে ৫ ম্যাচ খেলতে চেয়েছেন তামিম ইকবাল। তামিমের এমন শর্তে আপত্তি জানিয়েছেন অধিনায়ক সাকিব। জানিয়েছেন, এমনটা হলে সাকিব নিজেই বিশ্বকাপে খেলবেন না। দ্বন্দ্বের গুঞ্জনের মধ্যেই বিসিবি সভাপতির বাসায় বৈঠক করলেন অধিনায়ক ও কোচ।
/এনকে
Leave a Reply