
বিপিএল 2022 কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে রয়েছেন প্লেয়ার ড্রাফট এরপরে সম্পূর্ণ স্কোয়াড দেখে নিন এক ঝলকে। মোস্তাফিজুর রহমান, লিটন দাস ,শহিদুল ইসলাম, ইমরুল কায়েস ,তানভির ইসলাম ,আরিফুল হক, মহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমণ খান, মমিনুল হক, পারভেজ হাসান এমন, আবু হায়দার রনি ,মেহেদি হাসান ,মাহিদুল ইসলাম আগখান, ফ্যাফ ডু প্লেসি, মঈন আলি, সুনীল নারিন, কুসাল মেন্দিস ,ওসিয়ান থমাস
Bangladesh premier League 2022 player draft ইতিমধ্যেই বিপিএল 2022 এর প্লেয়ার ড্রাফট শেষ হয়ে গেছে। যেখানে সমস্ত দলগুলির তাদের 2022 এর বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার জন্য তারা দল গঠন করে নিয়েছে। তো সেখানেই কোন দল খুবই শক্তিশালী হয়েছে বা কোন দল তারা পুরনো দল রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠ কাঁপাবে চলেছে। তো অবশ্যই আপনি কোন দলের সাপোর্ট থাকছেন নিচে কমেন্টে জানান তার কারণ সমস্ত দল কিন্তু শক্তিশালী বলা যেতে পারে এক কথায়। 6 টি দলের মধ্যে 1টি দল চ্যাম্পিয়ন হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে।
Leave a Reply