বিপিএলে একই দলে তামিম মাহমুদুল্লাহ ও মুশফিক, দল পায়নি সাব্বির


অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে ‘এ’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে তামিম-মাহমুদুল্লাহর ফরচুন বরিশাল।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এই ড্রাফট অনুষ্ঠিত হয়।

প্রথম রাউন্ডের প্রথম ডাকেই রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে। সিলেট নিয়েছে মোহাম্মদ মিথুনকে। কুমিল্লায় মৃত্যুঞ্জয়, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা এবং রুবেলকে কিনেছে খুলনা।

প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা, জাকের আলি অনিককে কুমিল্লা, আল আমিনকে নিয়েছে চট্টগ্রাম, রকিবুলকে বরিশাল, রেজাউর রাজা গেছেন সিলেটে ও শামিম পাটোয়ারীকে নিয়েছে রংপুর।

দ্বিতীয় রাউন্ডে সিলেট নিয়েছে ইয়াসির আলি রাব্বিকে, সৌম্য গিয়েছেন বরিশালে।

দেশি ক্রিকেটারদের দুই রাউন্ডের ডাক শেষে শুরু হয় বিদেশি ক্রিকেটারদের নিলাম। বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে কার্টিস ক্যাম্পারকে দলে নিয়েছে চট্টগ্রাম। রাহকিম কর্ণওয়ালকে নিয়েছে কুমিল্লা, দাসুন শানাকাকে কিনেছে খুলনা আর দীনেশ চান্দিমাল বরিশালে।

ইনজুরির কারণে বিপিএলে থাকছেন না পেসার এবাদত। দল পাননি আশরাফুল ও সাব্বির। এবারের ড্রাফটে মোট ২০৩ জন দেশি ও ৪৪৮ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল।

এমএইচ/এটিএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*