বাঁক নেওয়ার সময় আগুন ধরল গাড়িতে, বুদ্ধিমত্তার জোরে রক্ষা ভারতীয় রেসারের- ভিডিয়ো


শুভব্রত মুখার্জি: রেসিং ট্র্যাকে গাড়ি দুর্ঘটনা নতুন কিছু নয়। অত্যন্ত দ্রুতগতিতে চলার সময়ে অনেক সময়েই হয় নিয়ন্ত্রণ হারিয়ে না হয় গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময়েই ঘটে দুর্ঘটনা।কখনও কখনও তা প্রানঘাতী ও হয়ে যায়। ব্রাজিলিয়ান ড্রাইভার আয়ারটন সেনার স্মৃতি এখন ও তাজা রেসিং সমর্থকদের মনে। রেসিং ট্র্যাকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ফলে প্রাণ হারাতে হয়েছিল তাঁকে। কিছুক্ষণের জন্য হলেও সেই স্মৃতি ফিরে এসেছিল লেভান্ত কাপে। রেস চলাকালীন হঠাৎ করেই আগুন ধরে যায় ভারতের প্রাক্তন ফর্মুলা-১ ড্রাইভার করুন চন্দকের গাড়িতে। তবে ভারতীয় চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তার জেরে প্রাণে বেঁচে যান তিনি।

গাড়িটি একটি বাঁক নিয়ে যখন সোজা গতি বাড়িয়ে এগোচ্ছিল ঠিক সেই সময়েই দাউ দাউ করে আগুন ধরে যায় গাড়িতে। কয়েক সেকেন্ডের জন্য হলেও গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন করুণ। এরপরেই গাড়ি নিজের নিয়ন্ত্রণে আনেন তিনি। করুণ চন্দক তৎক্ষণাৎ গাড়ির গতি কমিয়ে গাড়িটিতে রেসিং ট্র্যাকের বাইরে নিয়ে যান। পাশের ঘাসের ব্যাঙ্কে নিয়ে গিয়ে গাড়ি দাঁড় করান। তারপর গাড়ির ভিতর থেকে বেরিয়ে চলে আসেন তিনি।ততক্ষণে গাড়ির আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। গাড়ির বনেটের তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়‌।

গুডউডে এদিন কিছুক্ষণের জন্য হলেও আতঙ্কিত হয়ে পড়েছিলেন সকলে। গুডউডে প্রতি বছর লেভান্ত কাপে ক্লাসিক কার রেসের আয়োজন করা হয়। সেখানেই অংশ নিয়েছিলেন করুণ চন্দক। সেখানেই করুণের জিটিও গাড়িতে দাউ দাউ করে আগুন ধরে যায়। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। যে ভিডিয়োতে দেখা যায় প্রাক্তন হিসপানিয়া এবং লোটাসের চালক ৩৯ বছর বয়সী করুণ চন্দক দিব্যি হেঁটে বেরিয়ে আসছেন। তারপর নিজের গাড়িটিও সাময়িক পরীক্ষা করতে দেখা যায় তাঁকে। পরবর্তীতে তাঁর ভাই সুহেল চন্দক সোশ্যাল মিডিয়াতে নিশ্চিত করেন যে দাদা করুণ চন্দক সম্পূর্ণ সুস্থ রয়েছেন।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*