ফাইনাল খেলার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ


জয়ের লক্ষ্য নিয়ে আজ খেলবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে খেলতে নামবে টাইগাররা।

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বসে সাকিব আল হাসানের দল। দ্বিতীয় পর্বের শুরুটা ভালো না হওয়ায় বাকি দুই ম্যাচে নিজেদের সেরাটা দিতে মরিয়া পুরো দল। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া অন্য কোনো পথ নেই টাইগারদের সামনে।

এদিকে, ছেড়ে কথা বলবে না লঙ্কান সিংহরাও। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই মিশন শুরু হচ্ছে তাদের। ওয়ানডেতে সর্বমোট ৫২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে লঙ্কানদের জয় ৪১টিতে এবং বাংলাদেশ জিতেছে ৯টি ম্যাচে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৬বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে লঙ্কানদের জয় ১৩টি এবং টাইগারদের ৩টি। এশিয়া কাপে দুই দলের শেষ ছয় ম্যাচের তিনটিতে নিজেদের পক্ষে ফল আনতে পেরেছে সাকিবরা।

/এএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*