প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ওভারে ৪ উইকেট নিলেন মোহাম্মদ সিরাজ


ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ছবি: সংগৃহীত

ওয়ানডেতে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ওভারে ৪ উইকেট নেয়ার কীর্তি গড়লেন মোহাম্মদ সিরাজ। পাশাপাশি ভারতীয় বোলিং ইনিংসে প্রথম ১০ ওভারে ৫ উইকেট শিকারের কীর্তি হায়দ্রাবাদ এক্সপ্রেসের।

লঙ্কান ব্যাটিং ইনিংসের ৪র্থ ওভার। প্রথম ওভার মেইডেন করা মোহাম্মদ সিরাজের ২য় ওভার। প্রথম বলেই জাদেজার হাতে ক্যাচ দিলেন নিশাঙ্কা। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে সাদিরা সামারাবিক্রমা। চতুর্থ বলে আসালাঙ্কার ক্যাচ কাভারে থাকা কিষাণের হাতে। হ্যাট্রিকের আশায় চার স্লিপ নেয়া সিরাজের পঞ্চম বলটায় বাউন্ডারি পেলেন ধনঞ্জয়া। তবে শেষ বলে রাহুলের হাতে কট বিহাইন্ড। প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ানডেতে এক ওভারে ৪ উইকেট নেয়ার বিরল কীর্তি গড়লেন মোহাম্মদ সিরাজ।

এক ওভার পরেই আবার আক্রমণে আসেন সিরাজ। প্রথম তিন বল ডট। চতুর্থ বলেই সিরাজের ম্যাজিকাল সুইংয়ে বোল্ড লঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকা। ওয়ানডেতে সিরাজের প্রথম ফাইফার। ১৬ বলের মধ্যে পাঁচ উইকেট তুলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘সিউউ সেলিব্রেশন’। আরও একবার রেকর্ডের পাতায় হায়দ্রাবাদ এক্সপ্রেস।

এদিকে, ১২ রানেই ৬ উইকেট হারিয়ে ভিন্ন এক রেকর্ডের খাতায় লঙ্কান ইনিংস। ওয়ানডেতে সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর রেকর্ড কানাডার দখলে। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানে ৬ উইকেট হারিয়েছিল কানাডা। আর ২০১৩ সালে নেদারল্যান্ডস ম্যাচে ১২ রানে ৬ উইকেট হারায় তারা। ১১ বছর পর সেই ১২ রানেই ৬ উইকেট হারিয়ে এই তালিকায় নাম লেখালো লঙ্কানরা। তবে এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১২ সালে ১৩ রানেই ৬ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা।

মজার ব্যাপার হলো, কোনো ওয়ানডে সিরিজ বা টুর্নামেন্টের ফাইনালে এর আগে সবচেয়ে কম রানে ৫ উইকেট হারানোর রেকর্ডও ঐ লঙ্কানদের দখলে। ২০০৯ সালে মিরপুরে ট্রাইনেশন ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৬ রানেই ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। এবার ১২ রানে ৫ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ডের দ্বিতীয় অবস্থানেও নিজেদের নাম লেখালো লঙ্কানরা।

ওয়ানডেতে ভারতীয় বোলিং ইনিংসে প্রথম ১০ ওভারের মধ্যে সর্বাধিক ৫ উইকেট শিকারির নাম এখন মোহাম্মদ সিরাজ। এর আগে জাভাগাল শ্রীনাথ, ভুবেনশ্বর কুমার আর জাসপ্রিত বুমরাহর ছিল ৪টি করে উইকেট। প্রথম বারের মত ওয়ানডেতে ১০ ওভারের মধ্যে ৬ উইকেট তুললো ভারতীয় বোলাররা।

অজন্তা মেন্ডিসের পর দ্বিতীয় বোলার হিসবে সবচেয়ে কম বলে ৫০ উইকেট পেলেন সিরাজ। মেন্ডিসের ৮৪৭ বলের বিপরীতে সিরাজের লেগেছে ১ হাজার ২ বল।

ওয়ানডেতে ভারতের সেরা বোলিং ইনিংসটা স্টুয়ার্ট বিনির দখলে। মিরপুরে ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ রান দিয়ে ৬ উইকেট তুলেছিলেন তিনি। সিরাজ এদিন ২১ রানে ৬ উইকেট নিয়ে থাকলেন দ্বিতীয় সেরা বোলার হয়েই।

/এএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*