পূর্ণ শক্তির দল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ কোচ


শেষ পর্যন্ত পূর্ণতা মিলেছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পাঠশালায়। এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে যোগ দিয়েছেন আবাহনীর ফুটবলাররা। ৩২ জনের স্কোয়াডে এখন শুধু অধিনায়ক জামাল ভূঁইয়ার অপেক্ষা।

এদিনও শুরুতে হাল্কা ওয়ার্ম আপ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপরই শুরু মূল অনুশীলন। যেখানে প্রাধান্য পেয়েছে কুইক কাউন্টার অ্যাটাক। দুই দলে ভাগ হয়ে আগ্রাসী মনোভাবেই চলে অনুশীলন। বরাবরের মতো আজও নিষ্প্রান ছিলেন ইনজুরি আক্রান্ত তারিক কাজী। কিন্তু তার ফেরা নিয়ে আশাবাদী কোচ।

হ্যাভিয়ের কাবরেরা বলেন, প্রায় সব ফুটবলারকে পেয়ে ভালো লাগছে। দু’য়েকদিনের মধ্যে জামালও এসে যাবে। আশা করি ও দ্রুত মানিয়ে নেবে। আজকের সেশনটা দারুণ কেটেছে। তারিক কাজীর ইনজুরি গুরুতর নয়। আশা করি খুব তাড়াতাড়ি ইনজুরি কাটিয়ে উঠবে সে।

ক্যাম্পে ভিন্ন এক অভিজ্ঞতা বিশ্বনাথ ঘোষের। অনুশীলন দেখতে হাজির ছিলেন তার স্ত্রী ও ছোট্ট দুই সন্তান। প্রথমবার বিশ্বনাথের প্রস্তুতি দেখেছে তার পরিবার। পাশাপাশি প্রতিপক্ষ আফগান কোচের কন্ঠেও বাংলার রাইটব্যাকের নাম। তাকে নিয়ে আলাদা করেই ভাবছেন সফরকারীদের কোচ। নিজের প্রসংশা আত্মবিশ্বাস হিসেবেই নিচ্ছেন বিশ্বনাথ।

তিনি বলেন, আমি সিংহ না কিংবা বাঘও না, আমি সবসময় চেষ্টা করি মাঠে যখন থাকি তখন সর্বোচ্চটা দেয়ার। এখন সে (আফগান কোচ) কি দেখে ভয় পায় আমি জানি না। আমি যদি মাঠে নামার সুযোগ পাই আমার চিন্তা ধ্যান-ধারণা থাকবে একটাই, যেন দলের জন্য ভালো কিছু করতে পারি।

আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর দুই প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*