পিএসজির জয়ের রাতে এমবাপ্পে-হাকিমির গোল, মিলানকে রুখে দিলো নিউক্যাসল


ডর্টমুন্ডের বিপক্ষে পিএসজির গোল উদ্‌যাপন। ছবি: টুইটার

চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করেছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

ইউরোপিয়ান ফুটবল থেকে মেসি-নেইমারের বিদায় নেয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে নতুন শুরু পিএসজির। খেলার প্রথম মিনিট থেকেই আক্রমণ অব্যাহত রাখে ফরাসি ক্লাবটি। গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ্ব শেষ হয় গোলশুন্যভাবে।

বিরতির পর অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি পিএসজি’র। নিজের আদায় করা পেনাল্টিতে ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপ্পে। এরপর আশারাফ হাকিমি’র দুর্দান্ত এক গোলে স্কোর লাইন ২-০ করে পিএসজি। ম্যাচে ফিরতে বেশ কয়েটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি বরুশিয়া। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় ফরাসি ক্লাবটির।

এবার চ্যাম্পিয়নস লিগে ফুটবলপ্রেমিদের চোখ ‘এফ’ গ্রুপের দিকে। এফ গ্রুপকে বলা হচ্ছে ‘মৃত্যুকূপ’। তাই এই গ্রুপের প্রতিটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

এদিন এই গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় মিলান-নিউক্যাসল। ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। মিলানকে তাদের মাঠ সান সিরোতেই রুখে দিয়েছে নিউক্যাসল। সম্প্রতি সিরি আতে ইন্টার মিলানের কাছে ৫-১ গোলে হেরে এসেছিল এসি মিলান। তবে এই ম্যাচে অবশ্য দাপট দেখায় মিলান। ৫২ শতাংশ বলের দখল রাখা রাফায়েল লিয়াওয়ের দল সব মিলিয়ে শট নিয়েছে ২৫টি, যার কোনোটিই গোলে পরিণত হয়নি। গোলহীন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে যে নিউক্যাসল বাড়ি ফিরতে পারছে, তাতেই বরং খুশি তাদের সমর্থকরা।

/এএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*