পাকিস্তান জিতে ভারতের ভাগ্য ফিরলো

Pakistan Vs New Zealand ম্যাচে আপনারা দেখেছেন যে পাকিস্তানের দুর্দান্ত পারফরম্যান্স ছিল আজকে। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ জিতল পাকিস্তান। প্রথমত তারা ভারতকে হারালো এবং দ্বিতীয় তাকে শারজায় হারালো সেই নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে 134 রান করে কুড়ি ওভার শেষে সেখানে পাকিস্তান 135 রান করে দেয় 18.4 বলের মাথায়। যেখানে আপাতত পাকিস্তান পয়েন্ট টেবিলে প্রথম স্থানে আছে।

কিন্তু আজকের সবচেয়ে বড় ব্যাপার পাকিস্তান জিতে ভারতের ভাগ্য ফিরেছে। তার কারণ পরেরদিন ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ যদি এই ম্যাচে ভারত জিতে যায়। তাহলে দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ থাকবে অর্থাৎ সেমিফাইনালে যাবে দ্বিতীয় স্থানে থাকলে কনফার্ম। এবং নিউজিল্যান্ডের পরের ম্যাচ গুলি ভারতের খুবই সহজ বিপক্ষ থাকছে এবং প্রত্যেক ম্যাচ খুবই জেতার সহজ হবে। তাই পরের চারটি ম্যাচ যদি ভারত যেতে পারে তাহলে সেমিফাইনালে উঠে যাবে একদম কনফার্ম। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*