পাকিস্তানের বিপক্ষে বরাবরই উজ্জ্বল সাকিব


ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের ত্রাতা হতে পারেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। পরিসংখ্যান বলছে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই দারুণ সফল সাকিব।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান দল পাকিস্তান। তাই বাবর আজমদের বিপক্ষে জিততে হলে সামর্থ্যের সেরাটা তিন বিভাগে দিতে হবে টাইগারদের। তবে রকর্ড বুক বলছে পাকিস্তানের বিপক্ষে বরাবরই উজ্জ্বল সাকিব। কারণ বাবর আজমের দলের বিপক্ষে তার অনবদ্য ফর্ম।

তিন ফরম্যাট মিলে পাকিস্তানের বিপক্ষে ৪৭.৩৬ গড়ে ১৪২১ রান করেছেন সাকিব। সেঞ্চুরি আছে দু’টি ফিফটি ১২টি সেরা ইনিংস ১৪৪। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দেশের দ্বিতীয় সফল ব্যাটার সাকিব। ৪২.৫৩ গড়ে ১৬ ম্যাচে ৫৫৩ রান এসেছে তার ব্যাট থেকে। মুলতানে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি আছে সাকিবের।

বাবর-রিজওয়ানদের বিপক্ষে বলহাতেও টাইগারদের সবচেয়ে সফল বোলার সাকিব। ১৬ ম্যাচে নামের পাশে ২১ উইকেট সাকিবের। তবে মোস্তাফিজুর রহমানের রেকর্ডটাও খুব ভালো। মাত্র দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। আছে এক ম্যাচে ৫ উইকেট নেবার কীর্তিও। তাহলে কি পাকিস্তানের বিপক্ষে একাদশে ফিরবেন ফিজ?

পাকিস্তান ও বাংলাদেশ এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩৭ ওয়ানডেতে। যার মধ্যে বাংলাদেশের জয় মাত্র ৫টি আর পাকিস্তানের ৩২টি।তবে টাইগার ভক্তদের জন্য স্বস্তি হয়ে আছে দুই দলের সবশেষ ৫ দেখা। যেখানে চারবারই জিতেছে বাংলাদেশ। যার মধ্যে ২০১৮ এশিয়া কাপেও পাকিস্তানকে হারানোর সুখকর স্মৃতি রয়েছে টাইগারদের। যা নিশ্চিতভাবেই বাড়তি প্রেরণা হবে সাকিবদের জন্য।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*