পাকিস্তানি ক্রিকেটারদের ‘স্কুল কিডস’ বললেন সেওয়াগ


ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের পরিসংখ্যান এখন আটে আট। ভারত-পাকিস্তান ম্যাচটি শুরুর আগে যতটা হাইভোল্টেজ ছিল; শেষে দেখা গেলো ম্যাচ হয়েছে ততটাই লো-ভোল্টেজের। আহমেদাবাদে ম্যাচের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন ভারতীয় দলের সাবেক ওপেনার বীরেন্দর সেওয়াগ। সাবেক এই ভারতীয় হার্ডহিটার পাক ক্রিকেটারদের স্কুলের বাচ্চা বলে টুইট করেছেন।

ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কথার লড়াই নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় তাদের একে অপরকে খোঁচা দিতে দেখা যায়। গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই তো ছিলই, সেই সাথে ছিল কথার লড়াইও। পাকিস্তানের ব্যাটিং দেখে বাবরদের খানিকটা খোঁচাই মেরেছেন সাবেক এই ব্যাটার।

বীরেন্দর সেওয়াগ বলেন, দেখে মনে হচ্ছে বড় ছেলেরা স্কুল কিডসের বিপক্ষে খেলতে নেমেছে। কি অবনতি পাকিস্তান ক্রিকেটের! আমাদের আতিথিয়তা অতুলনীয়। সব পাকিস্তানি ব্যাটারকেই আমরা সুযোগ দিয়েছি। মাঠে তাদের টেককেয়ার করেছি। কিন্তু তারা একটা সুযোগও কাজে লাগাতে পারেনি।

আফ্রিদি-রউফদের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। মূলত এক রোহিতেই ধরাশায়ী পাক বোলাররা। তাইতো রোহিতের প্রশংসা করতে গিয়ে বাবর- রিজওয়ানদের কাঁটা ঘায়ে নূনের ছিটা দিয়েছেন এই মারকুটে ব্যাটার। তিনি বলেন, পাকিস্তানি বোলাররা শর্মা হয়ে গেছে। কি দারুণ ইনিংস রোহিত শর্মার! পরিষ্কার কিছু শট দেখিয়েছো তুমি। এটি পাকিস্তানের অবনতির প্রো-ম্যাক্স।

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় যেন ভারতের চাই-ই চাই। বিশ্বমঞ্চে এবারও সেই দাপট অক্ষুণ্ন রাখলো মেন ইন ব্লু’রা।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*