
গোল উদযাপনে বাংলাদেশ। ছবি: বাফুফে
পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। শনিবার (১০ সেপ্টেম্বর) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বড়রা (জাতীয় দল) ১৮ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারছে না। তবে পিছিয়ে নেই ছোটরা। সাফল্যের সিঁড়ি বেয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে তারা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) থিম্পুতে টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপার খুব কাছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬। আর মাত্র একটি সিঁড়ি পেরোনো বাকি। তাহলেই হাতে উঠবে শিরোপা।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে শুরুতে গোল করে এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচের ৬ মিনিটে গোল পায় বিপক্ষ দল। সতীর্থের পাসে বক্সে ঢুকে আব্দুল ঘানি গোলকিপারের ওপর দিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান। পিছিয়ে পড়ার সাত মিনিটের মধ্যে ম্যাচে সমতা আনে টাইগাররা। ডান প্রান্ত থেকে এক ক্রসে পাওয়া বলে মোর্শেদ আলী জটলার মাঝে হেড দিয়ে গোল করেন। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবু সাইদ। ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আনন্দটা আরও বাড়বে ফাইনাল জিততে পারলে। সেটা অসম্ভবও নয়। ১০ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যারা প্রথম সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। ভারতের কাছে গ্রুপ পর্বে ১-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল।
উল্লেখ্য, ২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সিলেটে সেই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে হারায় ভারতকে। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৫ সাফে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এখন আবারও বাংলাদেশের সামনে সাফের বয়সভিত্তিক কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
/এএম
Leave a Reply